Arijit

এই ক্রিকেটারকে ভারতীয় দলে রাখা উচিত ছিল, কার সম্পর্কে বলছেন গাভাস্কর

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ইংল্যান্ড চলে গিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রথম সারির ভারতীয় ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একাধিক তরুণ ক্রিকেটার কে সুযোগ দেওয়া হয়েছে। আইপিএলে পারফরমেন্স এর নিরিখে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ড সফরে।

   

তবে আইপিএলে ভাল খেলেও এই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাননি রাহুল তেহটিয়া। এবার আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত ভালো পারফর্মেন্স করেছিলেন রাহুল তেহটিয়া। আর তাই রাহুল তেহটিয়ার ভারতীয় দলে জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।

গাভাস্কার বলেন, “রাহুল তেওতিয়া খুব ঠান্ডা মাথার ছেলে। ওর মাথায় বরফ আছে। ওর দলে থাকা উচিত ছিল। কাউকে যদি খুব অল্পের জন্য বাদ দিতে হয়, সে ক্ষেত্রে আমার মনে হয় ১৫ জনের বদলে ১৬ জনের দল নিয়ে যাওয়া উচিত। ধারাবাহিক ভাবে ভাল খেলা এক জনকে বাদ দেওয়া খুব কঠিন। হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে তেওতিয়া। মাঠে নেমেই বল মারতে শুরু করেছে। খুব বুদ্ধি দিয়ে পিচটাকে কাজে লাগিয়েছে। অফ এবং অন দুই দিকেই খেলেছে তেওতিয়া।”