Arijit

লারা, মুরলীধরন সহ পাঁচ কিংবদন্তিকে কোচিং স্টাফ নিয়োগ করল হায়দ্রাবাদ, ভয়ে কাঁপছে বাকিরা

সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর অন্যতম সফল দল। 2016 সালে তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে তারপর পাঁচ বছর কেটে গেলেও তারা আইপিএল খেতাবের মুখ দেখেনি। 2016 সালে চ্যাম্পিয়ন হবার পর পরপর চার বছর তারা আইপিএলের প্লে অফসে গিয়েছিল কিন্তু গত বছর অর্থাৎ 2021 আইপিএল তাদের সবথেকে খারাপ কেটেছে। লীগ তালিকায় সবার শেষে শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ, সেই সঙ্গে একাধিক বিতর্কে জড়িয়ে ছিল এই ফ্রাঞ্চাইজি দলটি।

   

হায়দ্রাবাদ বরাবরই তারকাখচিত দল করেছে। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রাশিদ খান সহ বড় বড় তারকারা খেলেছে এই দলের হয়ে। আর এবারও তারা আরও একবার চমক দিতে চলেছে। তবে এবার কোন খেলোয়াড় নয়, কিংবদন্তি কোচিং স্টাফ নিয়োগ করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকে চমকে দিল হায়দ্রাবাদ।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে হতে চলেছে আইপিএল নিলাম। তার আগেই দলের ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ নিয়োগ করে ফেলল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি তাদের হেডকোচ হিসেবে নিয়োগ করেছেন টম মুডিকে, তার সহকারী হিসেবে থাকছেন সাইমন কাটিচ। এছাড়াও ব্যাটিং কোচ হিসাবে কিংবদন্তি ব্রায়ান লারাকে নিয়োগ করল সানরাইজার্স হায়দ্রাবাদ, অপরদিকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে সাউথ আফ্রিকার তারকা ডেইলি স্টেনকে, স্পিন বোলার হিসেবে নিয়োগ করা হয়েছে কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলিধরনকে, পাশাপাশি ফিল্ডিং কোচ করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে।