Arijit

টি-২০ বিশ্বকাপে কোন তিন দল সমস্যায় ফেলবে ভারতকে? জানালেন সুরেশ রায়না

শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে অনেকাংশে এগিয়ে রেখেছেন দেশ বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এবারের বিশ্বকাপে এমন তিনটি দল রয়েছে যারা ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

   

এক সাংবাদিক সম্মেলনে এসে সুরেশ রায়না বলেন, এবারের বিশ্বকাপে ভারতের সবথেকে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। গতবার অর্থাৎ 2016 বিশ্বকাপের সেমি ফাইনালের এই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। তাই এবারও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের খেলা পড়লে একটু সতর্ক থাকতে হবে। কারণ ওদের 10 নম্বর পর্যন্ত ব্যাটার রয়েছে এবং যে কোন ব্যাটার যেকোনো মুহূর্তে এসে ছক্কা মারার ক্ষমতা রাখে।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও সুরেশ রায়নার মতে ভারতকে বিপাকে ফেলতে পারে এমন আরও দুটি দেশ রয়েছে। তারা হল শ্রীলংকা এবং আফগানিস্তান। রায়নার মতে এই দু’টি দলেও বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার রয়েছে, আর এবারের বিশ্বকাপে স্পিনারদের দাপট থাকবে। স্বাভাবিকভাবেই এই দুই দেশের বিরুদ্ধে খেলা পড়লে ভারতকে একটু পরিকল্পনা করে খেলার পরামর্শ দিলেন রায়না।