বেস্ট ডাক্তারের পুরস্কার পেলো সূর্য, মঞ্চেই ফাঁস সোনা-রুপার জন্মপরিচয়! রইল ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাংলা সিরিয়ালের(Bengali Serial) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার(Star Jalsa)অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। জনপ্রিয়তা শুধুমাত্র সিরিয়ালের জন্য নয়, একঘেয়েমি দেখিয়ে দেখিয়ে দর্শকদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই সিরিয়াল। আর তাই তো প্রত্যেক সপ্তাহেই টিআরপি(TRP) তালিকায় বাংলার সেরা ধারাবাহিকের জায়গা দখল করে রেখেছে এটি। গত সপ্তাহে সাময়িক ছন্দপতন হলেও এই সপ্তাহে আবার বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া।

প্রত্যেকটি দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে ভুল বোঝাবুঝি মিটবে সূর্য এবং দিপার? যদিও প্রত্যেক সপ্তাহেই নতুন টুইস্ট থাকা সত্ত্বেও দূরত্ব বেড়েই চলেছে নায়ক এবং নায়িকার মধ্যে। নিজের বেস্ট ফ্রেন্ড মিশকার কথায় বিশ্বাস করে সূর্য এখনো ভাবে যে তার মধ্যে বাবা হবার ক্ষমতা নেই। আবার অন্যদিকে দীপা তার নিজের সন্তানদের পরিচয় দেওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছে। এর পাশাপাশি ষড়যন্ত্রকারী মিশকার মুখোশ টেনে খুলে ফেললেও চেষ্টা চালাচ্ছে সে।

এই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখানো হবে, সেরা ডাক্তার পুরস্কার যাবে সূর্যর হাতে। এই খবর আসামাত্রই খুশি হবে সেনগুপ্ত পরিবার। আর এই বিশেষ দিনে অনুষ্ঠানের সোনা,রুপা, দীপা, উর্মি প্রত্যেকেই সেখানে উপস্থিত হবে। আর সঙ্গে থাকবে সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকাও। এরপর মঞ্চে পুরস্কার নিতে উঠে সূর্য সকলকে বাদ দিয়ে কেবলমাত্র সোনার নাম নেয়। রুপা সে অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্বেও সূর্য তার নাম ডাকেনি।

তখন সোনা রেগে গিয়ে সবার সামনে চিৎকার করে বলে, ‘তোমার দুই মেয়ে বাবা, তুমি রুপার নাম নিলে না কেন?’ অনুষ্ঠানে এত লোকের সামনে মেয়ের মুখে এরকম কথা শুনে হতচকিত হয়ে যায় সূর্য। সঙ্গে সঙ্গে দীপা এবং তাকে সাংবাদিকরা চারিদিক থেকে ঘিরে ধরে। আর অন্যদিকে এই সুযোগও হাতছাড়া করে না মিশকা। তবে এই পরিস্থিতি থেকে পরিবারকে রক্ষা করতে পারে লাবণ্য এমনটাই মনে করছেন দর্শকরা। অর্থাৎ আগামী পর্বে যে  ধামাকা হবে তা বোঝাই যাচ্ছে।

Avatar

Papiya Paul

X