এইমুহুর্তে স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি দেখিয়ে দারুন TRP কুড়িয়েছে ধারাবাহিকটি। এরসাথে মানুষের সিম্প্যাথি টেনে নিয়েছে মিশকার চক্রান্ত আর দীপার একার লড়াই। সবে মিলিয়ে এখন বেশ জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’।
যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে যমজ সন্তান এসেছে দীপার কোলে। যার একজনকে লাবণ্য তুলে দিয়েছে সূর্যর হাতে। যদিও দীপা এইমুহুর্তে এই বিষয়ে অবগত নয়। আসলে লাবণ্যের বিশ্বাস রক্ত তার সম্পর্ককে ঠিক চিনে নেবে। আর এই দুই মেয়েরাইই মিলন ঘটাবে তার ছেলে-বৌমার।
এরপর বহুদুর গড়িয়েছে জল। লাবণ্যের কৌশলে দীপার মেয়ের নামকরনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সূর্য। চাপে পড়ে ছোট্ট একরত্তিকে আশীর্বাদও করেছে সে। এরপর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে দীপার মেয়ে। ভাগ্যের ফেরে তার চিকিৎসা করে সূর্যই।
আর এখানেই ঘটে যায় আরেক ঘটনা। রাস্তায় দীপার সাথে দেখা হয় তার কবির স্যারের। আর দুজনকে একসাথে দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠে সূর্য। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দীপার সাথে। আবারও দীপাকে অপমান করে সে।
জানিয়ে রাখি, আগামী পর্বে দেখানো হবে সূর্য গিয়ে বিয়ের প্রপোজাল দিচ্ছে মিশকাকে। সূর্য মিশকাকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করবে কি না? আর সূর্যর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে মিশকা। এমতাবস্থায় দীপা আর সন্তানদের কী হবে তা তো লেখিকাই জানে।