Papiya Paul

নিজে পরেছেন শর্ট ড্রেস, এদিকে বোরখা নিয়ে সওয়াল, ট্রোল্ড হতেই জবাব ‘হ্যাঁ আমি হটি!’

বোরখা কাণ্ড নিয়ে কম জলঘোলা হয়নি। আর এই বোরখা বিতর্কে নিজের নাম জড়িয়েছিলেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর(Swara Bhasker)। তারপরে শুরু হয়েছে বিতর্ক। এই অভিনেত্রীর যেকোনো কিছু মন্তব্য করলেই সেগুলি বিতর্কের আকার নিতে সময় নেয় না। অভিনেত্রী বোরখা পরার স্বপক্ষে টুইট করেছিলেন। আর এরপর তার সেই টুইটারকে নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

   

টুইটারে এক মহিলা অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তাকে সমালোচনা করেছেন। ছবিতে তাকে শর্ট ওয়ান পিসে দেখা গিয়েছে। আর এই মহিলা লিখেছেন, ‘এটাই হল আসল স্বরা যে বোরখা পরা নিয়ে লোককে বোঝাতে আসে।’ তবে এই সমালোচনার জবাব দিতে পিছপা হননি তিনি। সপাটে উত্তর দিয়েছেন ওই মহিলাকে।

অভিনেত্রী টুইটে লিখেছেন,” হ্যাঁ, এটা আমি.. বোমা দেখছি। ধন্যবাদ! আমার এই ছবি শেয়ার করার জন্য এবং বিশ্বকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে আমিও একজন হটি! আমি মহিলাদের পোশাক বেছে নেওয়ার অধিকারের পক্ষে কথা বলি.. তুমি জানো ‘চয়েজ’ কথাটার মানে… ছাড়ো, তুমি বরং আর কাউকে গিয়ে নোংরা আক্রমণ করো, অবশ্য তাতেও তুমি ব্যর্থই হবে!’

উল্লেখ্য, কর্নাটকের হাইকোর্টে বোরখা নিয়ে মামলা এখনো চলছে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। কিন্তু বোরখার স্বপক্ষে যারা আছেন তারা বলতে চেয়েছেন, এর ফলে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।