Papiya Paul

স্বাধীনতাকে ভিক্ষা বলার অপরাধে ফিরিয়ে দিতে হবে পদ্মশ্রী, রাষ্ট্রপতিকে চিঠি মহিলা কমিশনারের

কঙ্কণা আর কন্ট্রোভার্সি, এ যেন ধ্রুব সত্য। ব্যক্তিগত জীবন হোক অথবা কাজের ক্ষেত্রে, বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত বিষয় থাকবেই থাকবে। যেমন, “পদ্মশ্রী পুরস্কার” পাওয়া মাত্রই বিভিন্ন বিতর্কিত মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। পাল্লা দিয়ে কঙ্কণাও দিচ্ছেন জবাব। লকডাউন হবার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে রীতিমতো খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন তিনি। পেয়েছিলেন ওয়াই ক্যাটাগরি সুরক্ষা, যা সচরাচর কেউ পায় না।

   

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কঙ্গনা বলেছিলেন, “স্বাধীনতা যদি ভিক্ষা করে পাওয়া যায় তাহলে তাকে স্বাধীনতা বলা যায়না। ভারত বর্ষ যে স্বাধীনতা অর্জন করেছিল তা এক প্রকার ভিক্ষে করে পাওয়া। ভারত বর্ষ সেদিন স্বাধীন হয়েছিল, যেদিন মোদি জি প্রধানমন্ত্রী হয়েছিলেন”।

ভারতের স্বাধীনতা নিয়ে এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উত্তাল হয়েছিল নেট দুনিয়া। এমন একটি মন্তব্যের জন্য তাঁর পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি উঠেছিল। কিন্তু এবার শুধুমাত্র দাবি নয়, রীতিমতো সরব হলেন দিল্লির মহিলা কমিশন। কল্পনার এই মন্তব্যের প্রতিবাদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

অন্যদিকে থামার পাত্রী নয় কঙ্গনা নিজেও। এমন কোন দিন দেখতে হবে জেনে হয়ত তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, পুরস্কার যদি ফিরিয়ে দিতে বলা হয় তিনি প্রস্তুত। তবে কিছু শর্ত আছে, তিনি জানতে চাইছেন ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল কিনা। যদি জানতে পারেন তিনি অবশ্যই তাঁর পুরস্কার ফিরিয়ে দেবেন সরকারকে।

অন্যদিকে স্বাতীর দাবি, এর আগেও কঙ্কণা বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন। কঙ্কণার এই “ভিক্ষার স্বাধীনতা” কথাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই কথাটি বলে তিনি প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীকে অপমান করেছেন। তাই “পদ্মশ্রী পুরস্কার” পাওয়ার যোগ্য নয় কঙ্কণা।