বাড়িতে বসে অনলাইন বা অফলাইনে শুরু করুন এই ট্রেন্ডিং ব্যবসা, মাসে ইনকাম লাখ টাকার ওপরে

নিউজশর্ট ডেস্কঃ চাকরির বদলে ব্যবসার দিকে মানুষের ঝোঁক বেশি। কারণ বর্তমান প্রজন্মে মনের মতো চাকরি খুঁজে পাওয়া বেশ দুষ্কর হয়ে উঠেছে। তাই নিজেদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য তরুণ প্রজন্ম ব্যবসার দিকে বেশি ঝুঁকছেন। এই ব্যবসাতে ভালোই রোজগার হয়। এই সময় আপনিও যদি ভালো টাকা রোজগার করতে চান তাহলে দারুন একটি ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো।

সামনেই দুর্গাপূজা আর এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষ নতুন জামাকাপড় কিনে থাকে।  বিশেষ করে শুধু নতুন জামা কাপড় নয়। বর্তমান সময়ে মানুষের চাহিদা এবং পছন্দ বদলাচ্ছে তাই পোশাক-আশাকের ক্ষেত্রেও নতুন ট্রেন্ড ফলো করেন মানুষেরা। শুধুমাত্র সাদামাটা জামা কাপড় নয়। অনেকেই জামা কিংবা টি-শার্টের উপর বিভিন্ন ছবি বা লেখা থাকলে সেগুলো কিনতে ভালোবাসেন। আপনিও চাইলে টি শার্ট প্রিন্টিং বিজনেস(T-Shirt Business) শুরু করতে পারেন।

এখন এই ব্যবসার ব্যাপক চাহিদা রয়েছে। আলাদা মার্কেট তৈরি হচ্ছে এই ব্যবসাকে কেন্দ্র করে। আপনি বাড়িতে বসেও এই ব্যবসায় ভালোভাবে রোজগার করতে পারেন। এরজন্য আপনাকে আলাদা করে দোকান কিংবা জায়গার প্রয়োজন নেই, তবে পরবর্তীকালে ব্যবসা বাড়লে আপনি নিজের দোকান এবং জায়গা বিস্তৃতি করতে পারেন। বছরের যে কোন সময়ে একটি শার্ট প্রিন্টিং-এর ব্যবসা রমরমরমিয়ে চলে।

শুধুমাত্র উৎসবের মরশুমের জন্য নয়, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, স্টার্টআপ সংস্থা, রেস্টুরেন্ট কিংবা শোরুম অথবা বিভিন্ন কোম্পানির স্টাফেদের জন্য টি শার্ট তৈরি করা যায়। এমনকি এরমধ্যে সংস্থার নাম এবং ক্যাপশন লেখা যায়। এই ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে ৬০ থেকে ৭০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এই ব্যবসা করার ক্ষেত্রে প্রিন্টার, হিট প্রেস কম্পিউটার, কাগজ এবং টি-শার্ট এর মত বেশ কিছু জিনিসের প্রয়োজন রয়েছে। এমনকি ম্যানুয়াল মেশিন কিনতে হবে আপনাকে।

এক মিনিটে একটি টিশার্ট প্রিন্টিং করা সম্ভব এই মেশিনগুলোতে। চাইলে একটু দামি প্রিন্টিং মেশিন কিনতে পারেন যাতে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হয়। একটা জামা কিংবা টি-শার্টে প্রিন্টিং করতে খরচ পড়ে ২০ থেকে ৩০ টাকা মতো। আপনি সেটিকে বাজারে ন্যূনতম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি করতে পারেন। আপনি যদি নিজে এই ব্যবসা শুরু করেন তাহলে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, তাহলে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে। মনে রাখবেন কাজের কোয়ালিটি যেন খুব ভালো হয় না হলে ব্যবসা এগিয়ে নিয়ে যাবা সম্ভব হবে না। এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করা সম্ভব হবে।

Avatar

Papiya Paul

X