Arijit

কোহলি-বাবর নয়, টি২০ বিশ্বকাপের মুখ হিসাবে ভারতের তরুণ ক্রিকেটারকে তুলে ধরল আইসিসি

আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বিশ্বকাপের বেশ কিছু টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা যথেষ্ট চোখে পড়ার মতো।

   

অবাক করা ব্যাপার হল, বিশ্বকাপে লোক টানতে বিরাট কোহলী, বাবর আজমদের উপর ভরসা রাখছে না আইসিসি। তাদের কাছে বিশ্বকাপের মুখ ঋষভ পন্থ! রবিবার একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে আইসিসি-র তরফে। সেখানে পন্থকে সম্পূর্ণ অন্য রূপে দেখানো হয়েছে।

শেষ কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ঋষভ পন্থ যে পারফরমেন্স তুলে ধরেছে তাতে বর্তমানে তিনি ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিণত হয়েছেন। আইসিসি সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। টেস্ট ক্রিকেটের সাফল্য এখনও সীমিত ওভারে ততটা দেখাতে পারেননি পন্থ। তবে তাঁর মারকুটে ব্যাটিং টি-টোয়েন্টি ক্রিকেটের পক্ষে আদর্শ বিজ্ঞাপন। আইসিসি সেই সুযোগ ছাড়েনি।