Anurager Chowa

Moumita

TRP কমতেই টনক নড়েছে নির্মাতাদের! মিশকার সমস্ত কুকর্ম রেকর্ড করল তবলা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র নতুন ট্র্যাক

চলতি সময়ের এক আলোচিত সিরিয়াল (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজ করছে সিরিয়ালটি। তবে সম্প্রতি সময়ে খানিকটা ভাঁটা পড়েছে সেই জনপ্রিয়তায়।

   

যারা ধারাবাহিকটি নিয়মিত দেখছেন তারা তো জানেনই যে, বহুদিন যাবৎ একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য এবং দীপা। অনেকদিন ধরেই চলছে ভুল বোঝাবুঝি। আর এতেই বিরক্ত হয়ে পড়েছে অনুরাগীরা। আর সত্যি বলতে একই জিনিস আর কতদিনই বা ভালো লাগে!

অনেকে তো সিরিয়াল দেখা বন্ধও করে দিয়েছে বলে খবর। আর গত সপ্তাহের টিআরপি তালকাই এই তথ্যের প্রমাণ। ৯.১ থেকে সোজা নেমে গেছে ৮.৮-এ। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কমেছে সিরিয়ালের জনপ্রিয়তা। তারপর থেকেই নড়েচড়ে বসেছে নির্মাতারাও।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

সূর্য-দীপার ভুল বোঝাবুঝি এখনই মিটবে কি না তা যদিও জানা যায়নি, তবে এক দূর্দান্ত চাল চেলেছে তবলা। মাঝ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে মিশকাকে। তাই যারা এই সিরিয়ালটির নিয়মিত দর্শক তারা আজকের এপিসোডটি মোটেও মিস করবেননা।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

আজকেই দেখতে পাবেন, সূর্যকে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে মিশকা। বিয়ের প্রস্ততি নিতে শুরু করেছে সে। আর ঠিক তখনই, মাঝ রাস্তায় মিশকার গাড়ি খারাপ হয়ে যায়। ক্যাব ভাড়া করতে যাবে আর তখনই দেখতে পায় একটা ট্যাক্সি আসছে। তাড়াহুড়োয় সেই ট্যাক্সিতেই উঠে পড়ে সে।

আর এই মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে মিশকাকে উঠিয়ে নিয়ে যায় তবলা। সেখানে গিয়ে বন্দুকের ভয় দেখিয়ে মিশকাকে দিয়ে তার সমস্ত অপকর্ম কবুল করিয়ে নেয় সে। মোবাইল ফোনে সবকিছু রেকর্ডও করে নেয় তবলা। এরপর কী হতে চলেছে তা জানার জন্য অবশ্যই দেখুন ‘অনুরাগের ছোঁয়া’।