Arijit

তরুণদের সুযোগ দিতে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের এই তারকা, মন খারাপ ভক্তদের

অনেক বড় বড় ক্রিকেটার যেটা করতে পারেনি সেটাই করে দেখালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা ছেড়ে দিলেন তিনি। নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল জানিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন না। কয়েক মাস আগে চোট পেয়েছিলেন তামিল। তারপর দীর্ঘদিন তিনি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন নি। সেই কারণেই তামিম মনে করেন তাঁর অনুপস্থিতি যে সমস্ত তরুণ ক্রিকেটাররা বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স করেছেন তাদেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উচিত।

   

ফেসবুক একটি ভিডিও পোস্ট করে তামিম জানিয়েছেন, ” আশা করছি বিশ্বকাপের আগে আমার চোট সেরে যাবে। তবে চোটের কারণে যেহেতু আমি কয়েক মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারিনি তাই আমার মনে হয় সেই সময়টায় যে সমস্ত তরুণ ক্রিকেটাররা বাংলাদেশের জার্সি গায়ে পারফরম্যান্স করেছে তাদেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিত। আমি তাদের জায়গা নিলে সেটা ঠিক হবে না।”

এছাড়াও তামিম বলেন, “ইতিমধ্যেই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আমি চাপের মুখে এসে এমন সিদ্ধান্ত নিচ্ছি না, নিজের মন থেকে এটা বলছি। তবে আমি এখনই অবসর নিচ্ছি না, শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না।”
তামিমের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবে কিছুটা কষ্ট পাবেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। কারণ এমন বিধ্বংস ওপেনারের খেলা বরাবরই পছন্দ করেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা।