Tapsee Pannu

Moumita

‘বলিউডের বাড়াবাড়ি’, তাপসী পান্নুর ডায়েটিশিয়ানের মাসিক বেতন একজন কর্মীর সারা বছরের বেতনের সমান!

গ্ল্যামার দুনিয়ার বাসিন্দাদের শখের কথা তো সকলেই জানেন। নিজেদের শখ, আহ্লাদ পূরণ করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন এ কথা সকলেরই জানা। কারো শখ বাড়ি তো কারো শখ গাড়ি বা পোশাক আশাক। এই যেমন তাপসী পান্নু (Tapsee Pannu)আবার ডায়েটেশিয়ানের (Dietician) পেছনে খরচ করেন।

   

সংখ্যাটা আবার হাজার নয় লাখের উপরে। আর এই খরচের বহর শুনেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে। এমনকি তার বাবা মায়ের সঙ্গেও নাকি তিনি এই বিষয়ে ঝগড়া করেন। এমতাবস্থায় প্রশ্ন আসতে পারে ডায়েটিশিয়ানের জন্য এক লাখ কেন? তবে নিজেকে ফিট রাখতে কোনো কার্পণ্য করেননা তিনি।

নায়িকা জানান, এটার জন্য নাকি বাবার কাছে বকাও খান তিনি। লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার বাবা তাকে টাকা জমানোর কথা বলেন, আর তিনি ঠিক উল্টোটাই করেন। এমনকি তার বাবার জন্য খরচ করলেও তাকে বকা খেতে হয় বলে জানিয়েছেন তিনি।

এরপরেই নায়িকার সংযোজন, ‘আমি একটু পরই বাড়ি যাব, আর আমি জানি আমায় গেলেই আমার ডায়েটিশিয়ানের জন্য বকা শুনতে হবে।’ কিন্তু ডায়েটেশিয়ানের কাছে বকা কেন শুনতে হয়? এই বিষয়ে নায়িকা জানান, কারণ তিনি তাঁর ডায়েট মেনটেন করার জন্য প্রতি মাসের প্রায় ১ লাখ টাকা করে খরচ করেন।

টাকার অঙ্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার ডায়েট নিয়মিত বদলাতে থাকে। আমি কোন ছবিতে কাজ করছি, কেমন চরিত্রে কাজ করছি সেই অনুযায়ী আমার ডায়েট বদলাতে থাকে। আর তাছাড়া প্রতি চার পাঁচ বছর অন্তর আমাদের শরীরেও বদল আসে। আর এই পেশায় থাকার জন্য কোনও পেশাদার ডায়েটিশিয়ানের পরামর্শ জরুরি যাতে তিনি বলে দিতে পারেন কোন খাবার আমার জন্য ভালো কোনটা নয়।

Bollywood,Entertainment,Gossip,Tapsee Pannu,Dietician,Salary,বলিউড,বিনোদন,গসিপ,তাপসী পান্নু,পারিশ্রমিক,ডায়েটেশিয়ান

পাশাপাশি তিনি এটাও জানান, ‘সবটাই নির্ভর করে আমরা কোন শহরে থাকছি, বা কোন দেশে থাকছি সেখানকার আবহাওয়া কেমন, ইত্যাদির উপর। ফলে সবটা মিলিয়ে তো আমার ডায়েট প্ল্যান তৈরি হয়।’ তবে এই খরচটা তিনি একা তার জন্যেই করেননা। তার মায়ের জন্যেও ডায়েট প্ল্যান নিয়ে থাকেন তিনি। নায়িকার কথায়, ‘হাসপাতালে কেন টাকা খরচ করবেন যখন সঠিক ডায়েট মেনে ঠিক থাকতে পারেন? আগে ওখানেই খরচ করুন।’