নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে বসে থাকেন বাংলা টেলিভিশনের দর্শকেরা। এই দিনটিতে জানা যায় কোন সিরিয়াল(Bengali Serial) টিকে থাকবে আর কোন সিরিয়ালটি বেরিয়ে যাবে। প্রত্যেক বৃহস্পতিবার প্রকাশ পায় টার্গেট রেটিং পয়েন্টের(Target Rating Point) তালিকা। যদিও এই সপ্তাহে একটু দেরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা। চলুন তাহলে এই টিআরপি তালিকার(TRP List) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই সপ্তাহে সেরা পাঁচের লড়াইয়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যা দেখে চমকে গিয়েছেন দর্শকেরা। পুরনোদের টেক্কা দিয়ে এবার এগিয়ে চলেছে নতুন ধারাবাহিকগুলো। যদিও এখনো অনুরাগের ছোঁয়াকে টক্কর দেওয়ার ক্ষমতা কারো হয়নি। এই সপ্তাহেও ৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। অপরদিকে ৮ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘ফুলকি’।
আর এবার তৃতীয় স্থানে এক লাফে উঠে এসেছে ‘সন্ধ্যাতারা’। সন্ধ্যা, তারা এবং নীলের জমজমাটি পর্ব দর্শকদের মন জয় করে নিয়েছে। চতুর্থ স্থানে জায়গা হয়েছে ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। আর এই সপ্তাহে আরো কিছুটা এগিয়ে এসেছে পরাগ ও শিমুলের কাহিনী ‘কার কাছে কই মনের কথা’। এই সপ্তাহে শিমুলের ভাগ্যে জুটেছে ৭.৪ পয়েন্ট।
বাংলা সিরিয়ালের সেরা ১০ টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
অনুরাগের ছোঁয়া – ৯.০ প্রথম
জগদ্ধাত্রী, ফুলকি – ৮.০ দ্বিতীয়
সন্ধ্যাতারা – ৭.৬ তৃতীয়
নিম ফুলের মধু – ৭.৫
কার কাছে কই মনের কথা – ৭.৪
রাঙা বউ – ৭.০
জল থই থই ভালোবাসা – ৬.৯
তুঁতে – ৬.৭
Love বিয়ে আজকাল – ৬.৬
হরগৌরী পাইস হোটেল – ৬.৫
এই সপ্তাহে রিয়েলিটি শো গুলির মধ্যে দিদি নং ১ পেয়েছে ৬.৪ ও ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৫.৫।