Target Rating Point

Moumita

চ্যালেঞ্জ নিয়েও হেরে গেল পর্না! সেরার মুকুট কার মাথায়? TRP লিস্টে বড়োসড়ো চমক

জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha), দুই চ্যানেলের দর্শকরাই বৃহস্পতিবারের জন্য অপেক্ষায় থাকেন। কারণ সপ্তাহের এই দিনটিতেই প্রকাশ্যে আসে কাঙ্খিত টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। অর্থাৎ সারা সপ্তাহে কে কীরকম পারফর্ম করল তার রিপোর্ট কার্ড‌। আর এই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী ভবিষ্যৎ নির্ধারণ করা হয়।

   

সেভাব এই সপ্তাহতেও চলে এল সাপ্তাহিক টিআরপি তালিকা। যা দেখে খানিকটা অবাকই হয়েছে দর্শকরা। কারণ চলতি সপ্তাহে টিআরপি বাড়েনি মোটেও, উলটে রাতারাতি কমেছে প্রাপ্ত নম্বর। অনেকেই মনে করছেন আইপিএল-র কারণেই টিআরপি নিম্নমুখী ছুটছে এখন। যদিও নেটিজেনদের কথায়, সিরিয়ালের একঘেঁয়ে ট্র্যাকই এই অধঃপতনের কারণ।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যদিও তার প্রাপ্ত নম্বর অনেকটাই কম। মাত্র ৭.৫ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে এই মেগা। এছাড়া দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালটির দখলে রয়েছে ৭.০ পয়েন্ট। এদিকে ৬.৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’।

এদিকে ‘মেয়েবেলা’র কথা বললে, রূপা গাঙ্গুলী সিরিয়াল ছাড়ার পর থেকেই নিচের দিকে যাচ্ছে ধারাবাহিকের গতিপথ‌। এই সপ্তাহে মাত্র ৪.৭ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি। টিআরপি কমেছে গুড্ডি এবং মিঠাইয়েরও‌। এই দুটি ধারাবাহিক যথাক্রমে ১.৮ এবং ২.৩ পয়েন্ট নিয়ে এসেছে। এই সপ্তাহে ‘খেলনা বাড়ি’ নিয়ে আশা থাকলেও সিরিয়ালটি সেরকম ফল করতে পারেনি। এই মেগার ঝুলিতে এসেছে ৪.৪ পয়েন্ট।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
১ম •• অনুরাগের ছোঁয়া ৭.৫ 
২য় •• জগদ্ধাত্রী ৭.০
৩য় •• গৌরী এলো ৬.৮
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৪
৫ম •• রাঙা বউ / বাংলা মিডিয়াম ৫.৫
৬ষ্ঠ •• পঞ্চমী ৫.৪
৭ম •• এক্কা দোক্কা  ৫.৩
৮ম •• মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল ৪.৭
৯ম •• খেলনা বাড়ি  ৪.৪
১০ম ••কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ৪.৩