Koushik Dutta

চিনে ফেলে দেওয়া হচ্ছে ভারতে তৈরি সামগ্রী, আন্তর্জাতিক বাজারে যুদ্ধ হতে পারে দুই দেশের মধ্যে

বন্দুকে বন্দুকে যুদ্ধ না হলেও বাজারে যুদ্ধ হতে পারে ভারত চিনের মধ্যে। বর্তমানে যা পরস্থিতি তাতে এটাই সামনে আসছে। রাজনৈতিক ক্ষেত্রে যার নাম ট্রেড ওয়ার বা টারিফ ওয়ার। অর্থাৎ দাম বাড়ানোর যুদ্ধ। কারণ এক আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে চিনে ব্যাপক হারে বর্জন করা হচ্ছে ভারতে তৈরি অপটিকাল ফাইবার। যেমন ভারতে চিনা পণ্য বর্জনের ডাক উঠেছে। তেমনই চিনেও এই পরিবেশ বলে মনে করা হচ্ছে। আর এর প্রভাব পড়তে পারে বাজারে।