Taruner Swapna Scheme money will be distributed on this date notice by Education Department of West Bengal

কবে ঢুকবে মোবাইল কেনার ১০,০০০ টাকা? ‘তরুনের স্বপ্ন’ স্কিম নিয়ে নোটিশ দিল শিক্ষা দফতর

নিউজশর্ট ডেস্কঃ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) চালু করা হয়েছে। যার ডলতে ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়া হয় শিক্ষা দফতরের পক্ষ থেকে। মূলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হত। তবে এবছরে আগেই ঘোষণা করা হয়েছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই টাকা দেওয়া হবে। কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? প্রকাশ্যে এল বড় আপডেট।

তরুণের স্বপ্ন প্রকল্পে মিলবে ১০,০০০ টাকা

এই প্রকল্পের টাকা দেওয়ার পক্রিয়া শুরুর আগে স্কুলের তরফ থেকে পড়ুয়াদের লিস্ট জমা করতে হয়। শিক্ষা দফতরের তরফ থেকে জানা যাচ্ছে আগামী ২৯ শে আগস্টের মধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক / শিক্ষিকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের তালিকা ফাইনাল করে নেবেন। এরপর স্কুল সার্টিফিকে জেনারেট করে সেগুলো সিল করে আপলোড করবে। এরপর সেটা DI অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদনের জন্য পাঠানো হবে।

জেলাস্তরে যাওয়ার পর পেমেন্ট ফাইল তৈরী করতে হবে। এর জন্য ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সময় ধার্য্য করা হয়েছে। এই পক্রিয়া সম্পন্ন হলে কোনো ভুলত্রুটি থাকলে সেটা বোঝা যাবে। যদি ভুল থাকে তাহলে সেই নামের তালিকা নির্দিষ্ট স্কুলে ফেরত চলে যাবে। আর যাদের সব ঠিক থাকবে তাদের পেমেন্ট প্রসেস হওয়ার জন্য চলে যাবে।

কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

পেমেন্ট ফাইল জেনারেশন হয়ে গেলেই টাকা ঢুকতে বেশি দেরি লাগবে না। যাদের নাম লিস্টে থাকবে তাদের নামে ৪ঠা সেপ্টেম্বরেই বিল জেনারেট করা হবে। ও ৫ ই সেপ্টেম্বর শিক্ষার দিবসে টাকা দেওয়া হবে। প্রতিবছর এই দিনেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষা নিয়ে নো চিন্তা! সাড়ে ৫ লাখের স্কলারশিপ পাবে ছাত্রছাত্রীরা, দেখুন আবেদনের পদ্ধতি

তবে সবাই একই দিনে টাকা পাবে তেমনটা কিন্তু নাও হতে পারে। যে সমস্ত স্কুলের নামের লিস্ট প্রথমদিকে সাবমিট হয়ে গিয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা ৫ই সেপ্টেম্বরেই টাকা পেয়ে যাবে। আর যাদের লিস্ট শেষের দিকে জমা পড়েছে তাদের হয়তো দুই এক দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। এরপর ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমত ট্যাব বা মোবাইল কিনে নিতে পারবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X