Taruner Swapno Scheme 2024 Update when money will be sent

শেষ মুহূর্তে স্থগিতাদেশ, কবে ঢুকবে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা? দেখে নাও লেটেস্ট আপডেট

নিউজশর্ট ডেস্কঃ এবছর শিক্ষক দিবসের দিনেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল ট্যাব বা মোবাইল কেনার টাকা। স্কুলের তরফ থেকে ভেরিফিকেশন হয় ট্রেজারির কাছে নোটিশ পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু হটাৎ ১ দিন আগে টাকা দেওয়ার পক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। যার ফলে রীতিমত মন খারাপ হয়ে গিয়েছিল পড়ুয়াদের। অনেকেই পুজোর আগে স্মার্টফোন কেনার জন্য টাকাটা পাওয়ার অপেক্ষা করছিলেন। সম্প্রতি তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেট মিলেছে। যেখানে জানা যাচ্ছে কবে নাগাদ টাকা পাওয়া যেতে পারে। তাই সবটা জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

স্থগিত ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া

পড়াশোনার সুবিধা থেকে শুরু করে ডিজিটাল শিক্ষার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কিন্তু শেষ মুহূর্তে টাকা দেয়ার সিদ্ধান্ত স্থগিত হওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো আর টাকা পাওয়া যাবে না! তাহলে জানিয়ে রাখি, টাকা ঠিকই দেওয়া হবে। স্থগিতাদেশ সম্পর্কে শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণেই কিছুটা অতিরিক্ত সময় লাগছে। সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে।

কবে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা?

স্থগিতাদেশ দেওয়ার পরেই পড়ুয়া থেকে অবিভাবকদের মন উদ্বেগ তৈরি হয়েছে। তাই এখন সকলেরই মনে প্রশ্ন কবে টাকা দেওয়া হবে? যদিও এখুনি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে খুব সম্ভবত পুজোর আগেই টাকা দেওয়ার পক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা দেওয়া শুরু হলেই আমাদের তরফ থেকে সেই সূচনা দেওয়া হবে। তাই আগামী দিনের পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখতে পারেন।

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই সময় শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই টাকা দেওয়া হত। তবে এবছর একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে। জানা গিয়েছে এই প্রকল্পের জন্য মোট ১৩৩৩ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X