Tata Blackbird SUV four wheeler car to be released soon Features and Expected Price

যেমন লুকস তেমনি পাওয়ার, সাথে 26KMPL মাইলেজ! বাজার কাঁপানো SUV লঞ্চ করল TATA

নিউজশর্ট ডেস্কঃ একটা চারচাকা গাড়ির স্বপ্ন কমবেশি সকলেই দেখে থাকেন। তবে গাড়ি কেনার আগে সবার আগে মাথায় আসে মাইলেজের কথা, এরপর থাকে গাড়ির লুকস বা ডিজাইন সাথে কি ফিচার্স থাকছে সেটাও ম্যাটার করে। বাজারে মূলত তিন ধরণের গাড়ি পাওয়া যায়, হ্যাচব্যাক, SUV ও সিডান। যার মধ্যে আজকাল লোকে SUV গাড়িই সবথেকে বেশি পছন্দ করছে।

মার্কেটে একাধিক SUV মডেল আছে ঠিকই, তবে সম্প্রতি ব্যাপক চর্চায় উঠে এসেছে Tata Blackbird SUV 2024 গাড়িটি। যেমন কিলার লুকস তেমনি পাওয়ারফুল এই গাড়িটি দেখলেই কিনতে ইচ্ছা করবে। আজ আপনাদের এই গাড়ির ডিজাইন, ফিচার্স থেকে শুরু করে দাম সম্পর্কে জানাবো।

Tata Blackbird এর আকর্ষণীয় ফিচার্স

অত্যাধুনিক সেফটি ফিচার্সের সাথে দুর্দান্ত সুন্দর ইন্টিরিয়ার ডিজাইন রয়েছে এই গাড়িতে। বাইরে থেকে দেখতে যেমন ঝাকাস তেমনি ১১৯৯ সিসি এর পাওয়ার ফুল ইঞ্জিনও থাকছে। তবে দমদার ইঞ্জিন হলেও মাইলেজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, ২৬ কিমির মাইলেজ দিতে সক্ষম টাটা ব্লকবার্ড। যেটা বাকি গাড়ির তুলনায় এই গাড়িটিকে অনেকটাই আলাদা করে তুলেছে।

যেমনটা জানা যাচ্ছে ৫ সিটার গাড়িটিতে সুরক্ষার জন্য এয়ার ব্যাগ থাকবে। সাথে আন্টি থেফ্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, আন্টি-লক ব্রেকিং সিস্টেমের মত ফিচার্স থাকতে পারে। গাড়িটি ডিজেল , পেট্রোল ও CNG এই তিনটি মডেলেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশ চালান কাটলেও নো চাপ! এই কাজ করলে দিতে হবে না কোনো টাকা

টাটা ব্লকবার্ড এর দাম

Tata Blackbird এই মুহূর্তে বাজারে আসেনি, তবে আশা করা হচ্ছে এই গাড়ির দাম ১০ লক্ষ থেকে শুরু হবে। টপ ভার্সনের দাম ১৬. ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে ডিজেল, পেট্রল ও CNG ভেরিয়েন্ট থাকতে পারে। প্রতিটি ভেরিয়েন্টের দাম আলাদা হবে। এছাড়া ফিচার্সের নিরিখেও দাম বাড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X