নিউজশর্ট ডেস্কঃ একটা চারচাকা গাড়ির স্বপ্ন কমবেশি সকলেই দেখে থাকেন। তবে গাড়ি কেনার আগে সবার আগে মাথায় আসে মাইলেজের কথা, এরপর থাকে গাড়ির লুকস বা ডিজাইন সাথে কি ফিচার্স থাকছে সেটাও ম্যাটার করে। বাজারে মূলত তিন ধরণের গাড়ি পাওয়া যায়, হ্যাচব্যাক, SUV ও সিডান। যার মধ্যে আজকাল লোকে SUV গাড়িই সবথেকে বেশি পছন্দ করছে।
মার্কেটে একাধিক SUV মডেল আছে ঠিকই, তবে সম্প্রতি ব্যাপক চর্চায় উঠে এসেছে Tata Blackbird SUV 2024 গাড়িটি। যেমন কিলার লুকস তেমনি পাওয়ারফুল এই গাড়িটি দেখলেই কিনতে ইচ্ছা করবে। আজ আপনাদের এই গাড়ির ডিজাইন, ফিচার্স থেকে শুরু করে দাম সম্পর্কে জানাবো।
Tata Blackbird এর আকর্ষণীয় ফিচার্স
অত্যাধুনিক সেফটি ফিচার্সের সাথে দুর্দান্ত সুন্দর ইন্টিরিয়ার ডিজাইন রয়েছে এই গাড়িতে। বাইরে থেকে দেখতে যেমন ঝাকাস তেমনি ১১৯৯ সিসি এর পাওয়ার ফুল ইঞ্জিনও থাকছে। তবে দমদার ইঞ্জিন হলেও মাইলেজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, ২৬ কিমির মাইলেজ দিতে সক্ষম টাটা ব্লকবার্ড। যেটা বাকি গাড়ির তুলনায় এই গাড়িটিকে অনেকটাই আলাদা করে তুলেছে।
যেমনটা জানা যাচ্ছে ৫ সিটার গাড়িটিতে সুরক্ষার জন্য এয়ার ব্যাগ থাকবে। সাথে আন্টি থেফ্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, আন্টি-লক ব্রেকিং সিস্টেমের মত ফিচার্স থাকতে পারে। গাড়িটি ডিজেল , পেট্রোল ও CNG এই তিনটি মডেলেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশ চালান কাটলেও নো চাপ! এই কাজ করলে দিতে হবে না কোনো টাকা
টাটা ব্লকবার্ড এর দাম
Tata Blackbird এই মুহূর্তে বাজারে আসেনি, তবে আশা করা হচ্ছে এই গাড়ির দাম ১০ লক্ষ থেকে শুরু হবে। টপ ভার্সনের দাম ১৬. ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে ডিজেল, পেট্রল ও CNG ভেরিয়েন্ট থাকতে পারে। প্রতিটি ভেরিয়েন্টের দাম আলাদা হবে। এছাড়া ফিচার্সের নিরিখেও দাম বাড়বে।