Tathagata Mukherjee Payel Dey new serial Kon Se Aalor Swapno Niye Promo video out now

‘স্বপ্নের কোনো সীমানা হয় না’! প্রোমোতেই দর্শকদের মন জিতল তথাগত-পায়েলের নতুন মেগা, দেখুন ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ আজকাল সিরিয়াল শেষ হওয়া আর নতুন আসা খুবই সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। প্রেম দিয়ে শুরু, তারপর বিয়ে শেষে দাম্পত্য কলহ আর কূটকচালি, পরকীয়া বাংলা মেগা মানেই গল্পের ধরণ খানিকটা এমনই। তবে এবার চেনা কাহিনীর ভিড়ে একটু অন্য সাবাদের গল্প নিয়ে আসছে তধাগত মুখার্জী ও পায়েল দে এর জুটি। গল্পে পায়েলের নাম হয়েছে আলোলিকা আর তথাগতকে দেখা যাবে রুদ্র হিসাবে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো হাজির হয়েছে যা দেখে দর্শকেরা মুগ্ধ। নিচেই রয়েছে সেই ভিডিও।

আগেই জল্পনা শোনা যাচ্ছিল জুটি বেঁধে কামব্যাক করতে চলেছেন পায়েল ও তথাগত। এবার সেটাই সত্যি হল। বাকি পাঁচটা মেগার থেকে আলাদা বড়লোক বাড়ির এক গৃহবধূর সাদামাটা জীবন আর কিছু করে দেখানোর স্বপ্নের কাহিনীকেই তুলে ধরবে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। শুরুর আগেই স্টোরি লাইন দর্শকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম।

ইতিমধ্যেই প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে শহরের এক নামি সংবাদপত্র ‘সূর্যোদয় পত্রিকা’র মালিক উদয়ন সিংহ রায়ের ছেলের বৌ আলোলিকা। স্বামী রুদ্রও ব্যাঙ্কে উঁচু পদে কাজ করে। কোন অভাব না থাকলেও নিজের মত করে কিছু করার স্বপ্ন ছিল আলোলিকার।

তাই সংসারের জন্য বাঁচতে গিয়ে যখন হাঁপিয়ে যায়। তখন সিদ্ধান্ত নেয়, নতুন করে শুরু করার। পড়াশোনায় বিশাল ডিগ্রি বা ইংরেজি বলার দক্ষতা না থাকলেও রান্নার হাত তাঁর দুর্দান্ত। নিজের এই ক্ষমতাকে কাজে লাগিয়েই একদিন বড় খাবারের ব্যবসা তৈরির স্বপ্ন দেখে সে। কিন্তু ওই যে বড়লোক বাড়ির বৌ কি না ব্যবসা করবে! আলোলিকার স্বপ্নের ব্যবসার পথে বাঁধা হয়ে দাঁড়ায় তারই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।

একটা পিঠে পুলির স্টল দিলে সেখানে শ্বশুরমশাই হাজির হতেই না জানিয়ে সব খাবার কিনে নেয়। খুশি হয়ে যখন সে বাড়ি ফেরে দেখে নিজের শ্বশুরই সব খাবার কিনে এনেছে। আর বাড়ির চাকরকে দিয়ে সেগুলো ডাস্টবিনে ফেলানো হচ্ছে। অভিযোগ বাড়ির মান সন্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে সে। তবে এসব পেরিয়ে ঠিকই নিজের ব্যবসা দাঁড় করবে সে।

আরও পড়ুনঃ TRP টানতে ১০ বছরের লিপ নিচ্ছে মেগা, দীপাকে ছাড়াই এগোবে ‘অনুরাগের ছোঁয়া’?

গল্পের ট্যাগলাইনেই রয়েছে ‘শুরুর বয়স, আর স্বপ্নের সীমানা হয়না!’ তাই দর্শকদের প্রোমো দেখেই ফ্যান হয়ে গিয়েছেন। খুব শীঘ্রই সান বাংলায় আসতে চলেছে ধারাবাহিকটি। তবে এখনও কবে থেকে বা কখন সম্প্রচার শুরু হবে তা অফিসিয়ালি জানানো হয়নি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X