Papiya Paul

দল ছাড়ার আগে সমস্ত গুপ্ত কথা ফাঁস করে দেব, বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের

দলবদলের খেলার মধ্যেই হঠাৎ করে গুঞ্জন ছড়িয়ে ছিল, তিনি দল ছাড়ছেন। তবে সেই জল্পনা কল্পনাতে জল ঢেলে দিয়ে বিজেপি নেতা তথাগত রায় জানালেন, তিনি দল ছাড়ছেন না। দল যদি ছাড়তেন তাহলে অনেক আগেই দলের সমস্ত গুপ্ত কথা ফাঁস করে দিতেন। বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। দিলীপ ঘোষের সঙ্গে চলতি বিতরকের মধ্যে এই মন্তব্য যে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

   

রবিবার তথাগত টুইট করে লেখেন,”গতকাল ফোনে ফোনে জর্জরিত হয়ে গিয়েছিলাম। সকলকে আশ্বস্ত করেছি, আমি দল ছেড়ে দিচ্ছি না। আপাতত একজন সাধারণ সদস্য আমি। সাধারণ সদস্য হয়ে যাত্রার বিবেকের ভূমিকা পালন করব আমি”।তিনি আরো বলেন,”দল ছাড়তে হলে আমি আগেই গুপ্ত কথা ফাঁস করে দিতাম। কিন্তু সেটা এখনই হচ্ছে না”।

একদিকে যেমন তথাগত রায়ের দল না ছাড়ার কথা শুনে আশ্বস্ত হয়েছেন বিজেপি, তেমনই অন্য দিকে দল ছাড়লে গুপ্ত কথা ফাঁস করে দেওয়ার কথা শুনে অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। কোন গোপন কথা বলতে চান তথাগত? কেনই বা বলবেন তিনি? এই মন্তব্য রীতিমতো বিতরকের সৃষ্টি করে দিয়েছে।

উল্লেখ্য, বিধানসভা ভোটে পরাজিত হবার পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তথাগত রায়। দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, শিব প্রকাশ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ আরো অনেকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই অস্বস্তির মধ্যে দিলীপ ঘোষের নতুন এই মন্তব্য আরো একবার বিরোধী দলের মধ্যে যে অস্বস্তি তৈরি করেছে তা বলাই বাহুল্য।