Arijit

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই

শনিবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব 19 দল। এই ম্যাচে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ঘরে তুলল ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় যুবকদের পারফরমেন্সে দারুণ খুশি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিসিসিআইয়ের কর্মকর্তারা। আর তাই অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হওয়ার পর রাতারাতি আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই।

   

অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটারের জন্য 40 লক্ষ টাকা আর্থিক সংস্কার ঘোষণা করেছে বিসিসিআই। অপরদিকে কোচিং এবং সাপোর্ট স্টাফদের জন্য 25 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই।

এইদিন ভারতীয় দল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর টুইটে বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ভারতের প্রত্যেক ক্রিকেটারকে 40 লক্ষ এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে 25 লক্ষ টাকা করে দেওয়া হবে বোর্ডের তরফে। তোমরা সবাই দেশকে গর্বিত করেছো।’

এরপর টুইট করে এই একই পুরস্কার ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও। টুইট করে সৌরভ গাঙ্গুলী লিখেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স! ওদের কৃতিত্বকে সম্মান জানাতে 40 লক্ষ টাকার সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে।’