Jawan

Moumita

‘পাঠান’ ক্রেজের মধ্যেই বড় চমক শাহরুখের, ‘জওয়ান’ ছবিতে থাকছেন এই জনপ্রিয় তারকারা

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’ (Pathan)। ৫ বছর পর বড় পর্দায় শাহরুখকে (Shahrukh Khan) দেখে মুগ্ধ দর্শক। দিয়েছে অফুরান ভালোবাসা। ‘পাঠান’ এখন ব্লকব্লাস্টার হিট। তবে এতদিন বিরতি নেওয়ায় মাত্র ১ টা ছবির সাফল্য নিয়ে ক্ষান্ত থাকতে পারছেননা অভিনেতা। আর তাই ব্যস্ত হয়ে পড়েছেন পরবর্তী ছবি ‘জওয়ান’ (Jawan) নিয়ে।

   

এটা তো বোধহয় সকলেই জানেন যে, ‘পাঠান’র পর শাহরুখের আরো দুটি ছবি মুক্তি পেতে চলেছে। যার একটি হল ‘ডানকি’ এবং অপরটি হল ‘জওয়ান’। ‘ডানকি’ নিয়ে এখনও সেরকম কোনো খবর না পাওয়া গেলেও অ্যাটলি কুমারের ‘জওয়ান’ নিয়ে এসেছে বড় খবর।

সূত্রের খবর, ‘পাঠান’র রেশ কাটার আগেই ‘জওয়ান’র শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা। তার সাথে সামনে এসেছে ছবির বেশ কিছু তারকার নাম। যেটা দেখে নেটিজেনদের তো একটাই মত, ‘কাস্টিং হো তো অ্যায়সা, অ্যাটলি কুমারের পছন্দ আছে বলতে হবে!’

Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Jawan,Nayanthara,Vijay Setupathi,Sunil Grover,বলিউড,বিনোদন,গসিপ,জোয়ান,শাহরুখ খান,বিজয় সেতুটি,নয়নতারা,সুনীল গ্রোভার

মিডিয়া রিপোর্ট অনুযায়ী অ্যাটলি কুমারের মেগা বাজেটের এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে। তার সাথে মূখ্য খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। এই অভিনেতার অ্যাক্টিং স্কিল নিয়ে স্বয়ং ঈশ্বরও কোনো সন্দেহ প্রকাশ করতে পারবেননা।

Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Jawan,Nayanthara,Vijay Setupathi,Sunil Grover,বলিউড,বিনোদন,গসিপ,জোয়ান,শাহরুখ খান,বিজয় সেতুটি,নয়নতারা,সুনীল গ্রোভার

এদিকে সাপোর্টিং অভিনেতা হিসেবে নাকি কাস্ট করা হয়েছে সুনীল গ্রোভারকে। এবং ক্যামিও রোলে থাকবেন থালাপতি বিজয়। এতটা যখন জানাই গেল, তখন ছবির মিউজিক ডিপার্টপেন্ট বাদ কেন? সূত্রের খবর, মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবেন, অনিরুদ্ধ রবিচন্দর।

Jawan

যদিও এই খবরে এখনও কোনো শিলমোহর লাগায়নি নির্মাতারা।‌ আপাতত ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত তারা। তবে ‘পাঠান’র পর জওয়ানে আরও এক নয়া অবতারে নিজেকে ধরা দিতে তৈরি হচ্ছেন বাদশা খান একথা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ২ জুন মোট ৫ টি ভাষায় মুক্তি পাবে হাই ভোল্টেজ মুভি জওয়ান।