Elon Musk

Moumita

শুধু ইলন মাস্ক নন, নিজের সুবিধার জন্য আস্ত শহর গড়েছেন এই ৫ ধনকুবের, যার মধ্যে দুজন ভারতীয়

ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) সবসময়ই চর্চায় থাকেন তাঁর বিভিন্ন ‘অদ্ভুত’ ক্রিয়াকলাপের জন্য। এই যেমন হঠাৎ করেই টুইটার (Twitter) কিনে ফেললেন। তারপরেই সেখান থেকে লাগাতার কর্মী ছাঁটাই। আর এবার যে খবর সামনে এসেছে তা শুনে তো চক্ষু চড়কগাছ সকলের। উঁচু মহলে কান পাতলে শোনা যাচ্ছে তিনি নাকি এক আস্ত শহর (City) গড়তে চলেছেন।

   

সূত্রের খবর, টেক্সাসের অস্টিনের দক্ষিণ-পূর্বে একটি শহর গড়ে তুলবেন বলে জানিয়েছেন ইলন। শহরের নাম রাখবেন স্নেইলব্রুক। ‘বোরিং কোম্পানি’র ম্যাসকটের নামের উপর ভিত্তি করেই এই নাম বেছে নিয়েছেন ইলন। তবে এটাই প্রথম নয়, এর আগেও বহু শিল্পপতি নিজেদের সুবিধার্থে শহর গড়েছেন।

১. জামশেদজী নুসেরওয়ানজী টাটা : অনেকেই হয়ত জানেন না যে, ঝাড়খণ্ডের জামশেদপুরের নামকরণ হয় ভারতের অন্যতম শিল্পপতি জমশেদজী নুসেরওয়ানজী টাটার নামানুসারে। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জমশেদজীকে শ্রদ্ধা জানাতে ১৯১৯ সালে এই শহর নির্মাণ করা হয়।

ইলন মাস্ক,নতুন শহর,অফবিট,ভারত,Elon Musk,New Town,Offbeat,India

২. হারবার্ট ওয়েক্সনার : ‘ভিক্টোরিয়াজ় সিক্রেট’ ব্র্যান্ডের নাম সফলতার মূল কান্ডারী হলেন ৮৫ বছর বয়সি লেসলি হারবার্ট ওয়েক্সনার। ১৯৮০ সালের দিকে ওহায়োর নিউ অ্যালবানি এলাকায় প্রায় ১০ হাজার একর জমি কেনেন তিনি। গড়ে ফেলেন আলাদা শহর। এখন সেখানে প্রায় ১১ হাজার মানুষের বাস।

৩. ল্যারি এলিসন : ২০১২ সালে হাওয়াইয়ের একটি দ্বীপপুঞ্জ ‘লানাই’কে কিনে ফেলেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। রাতরাতি বদলে দেন এই দ্বীপের চেহারা। গড়ে ফেলেন নিজের মনের মত এক শহর।

৪. ব্রুনেলো : এই ইটালিয়ান শিল্পপতির শখ’ও কম নয়। তার জামা কাপড়ের কারখানা ছিল সোলোমেয়োতে। এরপর তিনি ঠিক করেন, এই জায়গাতেই তৈরি করবেন নিজের মনের মত শহর। স্কুল, গ্রন্থাগার, থিয়েটার থেকে শুরু করে এখন কী নেই সেখানে!

৫. রায়বাহাদুর গুজরমাল মোদী : উত্তরপ্রদেশের মোদীনগরের প্রতিষ্ঠাতা হলেন, রায়বাহাদুর গুজরমাল মোদী। সুরাপানে বিশেষ অনীহা দেখালে ব্রিটিশরা তাকে অপমান করে তাড়িয়ে দেন। তার নাম দেন, ‘ডার্টি ম্যান’। কিন্তু ভারতীয় রক্ত এর সহজে হাল ছাড়েনা। উত্তরপ্রদেশে চিনির কল শুরু করেন। ধীরে ধীরে তা হয়ে যায় এক আস্ত নগর। নিজের নামেই জায়গার নাম দেন তিনি।