Arijit

বাঁকুড়ার স্কুল থেকে শিশুপাচার! গ্রেফতার অধ্যক্ষ-সহ ৮ জন শিক্ষক, শিক্ষিকা

শিশু পাচারের অভিযোগ উঠল বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের বিরুদ্ধে। শিশু পাচারের সঙ্গে সরাসরি যুক্ত সেই স্কুলেরই অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া। স্কুলের শিক্ষিকা-সহ আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

   

পুলিশ তদন্ত করে অধ্যক্ষ এবং ধৃত এক শিক্ষিকার বাড়ি থেকে মোট পাঁচটি শিশু উদ্ধার করেছে। প্রতিটিই কন্যা সন্তান। পুলিশের প্রাথমিক ধারণা শিশুগুলিকে ভিন রাজ্যে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল পাচারকারী দল।

ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্ত স্কুলেরই অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া। তিনি ছিলেন রাজস্থানের বাসিন্দা। তাই শিশুগুলিকে রাজস্থানেই পাচার করার পরিকল্পনায় করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট এলাকা থেকে সাত দিন আগে ন’মাসের একটি শিশুকে নিয়ে আসা হয়েছে।