Arijit

টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের এই বোলারের ভয়ে হাঁটু কাঁপছে দক্ষিণ আফ্রিকার

আমি 26 শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সেই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট সিরিজ নিঃসন্দেহে ভারতের কাছে ঐতিহাসিক টেস্ট সিরিজ হতে চলেছে কারণ শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত একবারও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। যদি এবার বিরাট কোহলির টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে জিতে ফিরে আসতে পারে তাহলে তা এক ঐতিহাসিক মুহূর্ত হবে ভারতীয় ক্রিকেটে।

   

অপরদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা দলও। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে অঙ্ক কষে পরিকল্পনা মাফিক অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা দল।

এইদিন সাংবাদিক সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেন, ” ভারত খুবই শক্তিশালী দল। তবে এই সিরিজে আমাদের সবথেকে বেশি চিন্তা ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে কারণ ও একজন এমন বোলার যে এই সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে।”

এছাড়াও এলাগার বলেন, আগামী 26 শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। মেঘলা আবহাওয়া থাকায় প্রথম টেস্ট এর শুরুতে পেসাররা পিচ থেকে যথেষ্ট সুবিধা পাবে। আর এমন পরিস্থিতিতে বুমরাহ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কারুরই অজানা নেই। তবে আমরা কোন একজন বোলারের জন্য তৈরি হচ্ছি না। দল হিসেবে সম্পূর্ণ ভারতীয় বোলিং বিভাগের জন্য নিজেদের তৈরি করছি।