Arijit

ম্যাচ জিতেও বিরাট শাস্তির মুখে পড়ল ভারতীয় মহিলা দল, দিতে হবে মোটা জরিমানা

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে আট রানে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে স্মৃতি মান্ধানারা। তবে এই জয়ের পরেও স্বস্তি নেই টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতেও আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

   

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার বোলিং করতে পারেনি ভারতীয় মহিলা দল। যার জেরে বড়সড় শাস্তি হল তাদের। মাঠের দুই আম্পায়ার পল বল্ডউইন ও ইয়ান ব্ল্যাকওয়েল এবং তৃতীয় আম্পায়ার সুই রেডফার্নের রিপোর্টের ভিত্তিতে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।

শাস্তিস্বরূপ আইসিসির নিয়ম 2.22 অনুযায়ী স্লো ওভার রেটের কারনে দলের অধিনায়ক হরমনপ্রিত কৌর সহ প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির 20 শতাংশ করে কেটে নেওয়া হয়েছে।