বিনোদন,বলিউড,বলিউড গসিপ,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,সিঙ্গাপুর Entertainment,Bollywood,Bollywood Gossip,The Kashmir Files,Vivek Agnihotri,Singapore

Papiya Paul

ভারতে সুপারহিট ‘দ্য কাশ্মীর ফাইলস’, কিন্তু বিবেক অগ্নিহোত্রীর সিনেমাকে নিষিদ্ধ করল এই দেশ!

দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files), বলিউডের(Bollywood) অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত সিনেমা। করোনা মহামারীর এই সিনেমা বলিউডে ব্যাপক সফল হয়েছিল। এমনকি জানা গিয়েছে, মাত্র ১৪ কোটির বাজেটের এই সিনেমা বক্সঅফিসে প্রায় ২৫০ কোটির উপরে ব্যবসা করেছে। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), দর্শন কুমার(Darshan Kumar), পল্লবী যোশী(Pallabi Joshi) সহ আরো অনেকে।

   

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিয়ে বেশ চর্চা চলেছিল চারিদিকে। এমনকি বলিউডের জনপ্রিয় তারকারাও এই ছবির ব্যাপক প্রশংসা করেছিলেন। তবে এই সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করল সিঙ্গাপুর। এই সিনেমা নিষিদ্ধতা প্রসঙ্গে সিঙ্গাপুর প্রশাসন জানিয়েছে, এই চলচ্চিত্র “বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা রাখে” তাই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “কাশ্মীরে ঘটে যাওয়া সংঘাতের পরিপ্রেক্ষিতে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক এবং হিন্দুদের নির্যাতিত হওয়ার যে একতরফা কাহিনী দেখানো হয়েছে, তার জন্য সিনেমাটি প্রত্যাখ্যান করা হল।” এছাড়া সিঙ্গাপুরে জাতিগত বা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি অবমাননাকর যে কোনও উপাদান প্রত্যাখ্যান করা হবে বলেও সেই দেশের নির্দেশিকাতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ এই সিনেমাটি মুক্তি পায়। এই ছবির সাফল্য দেখে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেশ কয়েকজন বিজেপি নেতা। এমনকি ছবিতে অভিনীত প্রত্যেকটি চরিত্রের অভিনয় গুনের প্রশংসা করেছেন দর্শকেরা। প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ শশী থারুর সিঙ্গাপুর সরকারের এই নিষিদ্ধতার বিবৃতি শেয়ার করে লিখেছেন, “ভারতের শাসক দল দ্বারা প্রচারিত চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিঙ্গাপুরে নিষিদ্ধ।”