Moumita

দর্শকদের কড়া সমালোচনার জের, রাতারাতি এই ৫ টি ব্লকব্লাস্টার ছবির শিরোনাম বদলাতে বাধ্য হয়েছেন পরিচালক

বলিউডের অপর নাম বিতর্ক বললেও ভুল হবেনা। আপত্তিকর দৃশ্য থেকে শুরু করে ছবির নাম অবমাননাকর হওয়া পর্যন্ত বিতর্কের কারণ বা তালিকা অন্তহীন। আমরা জানি শুক্রবার মানেই হিন্দি ছবির হাট, আর সেই ছবির হাটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সিনেমাপ্রেমীরা‌। এমতাবস্থায় সমস্ত ছবিই যে তাদের মনের মণিকোঠায় জায়গা করে নেয় এমনটাও নয়। ছবির চিত্রনাট্য, গান, অভিনয়, সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু নিয়েই চুলচেরি বিশ্লেষণ চলে দর্শকমহলে। এমনকি বাদ যায়না ছবির নামও। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু বলিউড ছবির কথা জানবো, জনতার চাপের মুখে পড়ে যেগুলির নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে নির্মাতারা।

   

১) সম্রাট পৃথ্বীরাজ:- তালিকায় প্রথমেই রয়েছে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ। অক্ষয় অভিনীত এই ছবির নাম ‘পৃথ্বীরাজ’ থেকে সম্রাট পৃথ্বীরাজ’ করা হয়েছে। উল্লেখ্য, কর্ণি সেনার সমালোচনার জেরে ছবির নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছেন নির্মাতারা।

২) পদ্মাবত:- সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবির নাম আসলে পদ্মাবত ছিলোনা। পূর্বে এর নাম চূড়ান্ত করা হয়েছিলো পদ্মাবতী। মুক্তির আগে এই ছবির নাম নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। শুধু তাই নয়, শুটিং-এর সেটে আক্রমণও হয় বানসালির উপর। পরবর্তীকালে সেন্সর বোর্ড কতৃর্ক ঘোষণা করা হয় যে, ছবিটির নাম পরিবর্তন করে তবেই ছবিটিকে প্রেক্ষাগৃহে রিলিজ করতে পারে ছবির নির্মাতারা। নানা বাধা অতিক্রম করে ছবিটি শেষ পর্যন্ত বড় পর্দায় মুক্তি পায় এবং বলাই বাহুল্য বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলো ছবিটি।

৩) হাসিনা পার্কার:- শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটির নাম আগে ছিল ‘হাসিনা: দ্য কুইন অফ মুম্বাই’। পরবর্তীকালে পরিচালক অপূর্ব লাখিয়া মনে করেছিলেন যে যেহেতু এটি একটি জীবনী, তাই সরাসরি হাসিনা পার্কারের নাম ব্যবহার করা ভাল। যেহেতু মুম্বাইয়ের বাইরের লোকেরা হাসিনা পারকারের সাথে পরিচিত নয় তাই এমন সিদ্ধান্ত নির্মাতাদের।

৪) লক্ষ্মী:- অক্ষয় অভিনীত এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিলো ‘লক্ষ্মী বোম্ব’। পরে বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সমালোচনার মুখে পড়ে ছবির প্রযোজকরা ছবির শিরোনাম ‘লক্ষ্মী বোম্ব’ থেকে শুধু ‘লক্ষ্মী’ করার সিদ্ধান্ত নেন।

৫) জাজমেন্টাল হ্যায় ক্যায়া:- কঙ্গনা রানাউত এবং রাজকুমার রাও অভিনীত ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবির শিরোনাম পরিবর্তন করে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’। ছবিটির শিরোনাম দেখে অনেকেই অভিযোগ করেছিলেন যে, এতে মানসিক স্বাস্থ্যের মতো একটি সংবেদনশীল বিষয়কে নিয়ে উপহাস করা হয়েছে। ছবির নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নির্মাতারা এর নাম বদলে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ রাখেন।

৬) গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা:- গোলিয়ন কি রাসলীলা রাম লীলা চলচ্চিত্রটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অন্যতম সেরা ছবি। আজও ছবির দৃশ্য, গান, অভিনয় গেঁথে আছে দর্শকদের মনে। প্রসঙ্গত মুক্তির আগে মোট তিনবার নাম পরিবর্তন করা হয়েছিলো ছবিটির। ছবিটির মূল নাম ছিল রামলীলা পরে তা পরিবর্তন করে রাম-লীলা করা হয়। এবং সর্বশেষ, ছবির মুক্তির আগে নাম বদলে “গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা” চূড়ান্ত করে প্রেক্ষাগৃহে রিলিজ করা হয়।