Entertainment,Tollywood,Bengali Serial,Koneenica Banerjee,বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,কনীনিকা বন্দ্যোপাধ্যায়

Additiya

‘প্রযোজক ধরে আনলেই নায়িকা হওয়া যায়’, টলিউডে মেয়েদের অবস্থান নিয়ে সরব অভিনেত্রী কনীনিকা

বিনোদন (Entertainment) জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়(Koneenica Banerjee)। ছোট পর্দার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে প্রায় দু-দশেরও বেশি সময় অতিবাহিত করে ফেলেছেন তিনি। বিগত বছরে বক্স অফিসে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব অভিনীত সিনেমা ‘প্রজাপতিতে'(Projapoti) দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

   

‘প্রজাপতি’ সিনেমায় দেবের দিদির চরিত্রে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মাঝখানে অনেকটা লম্বা বিরতির পর স্টার জলসার পর্দায় ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে দর্শকদের সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

প্রথম থেকেই একেবারে হিট লিস্টে চলে এসেছিল এই ধারাবাহিক। কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা যায় অভিনেত্রীর। আর সে কারণেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। যদিও বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেত্রী।

Entertainment,Tollywood,Bengali Serial,Koneenica Banerjee,বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,কনীনিকা বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় বড়পর্দায় কাজ করা নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রীর কথায়, ‘ধারাবাহিক মানে সেখানে থাকবে মেয়েরা। তবে টলিউড জগতে সেভাবে জায়গা নেই মেয়েদের। কোন অভিনেত্রী যদি প্রযোজক সঙ্গে করে ধরে নিয়ে আসতে পারেন তাহলেই তিনি জায়গা পাবেন টলিউডে’।
Entertainment,Tollywood,Bengali Serial,Koneenica Banerjee,বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,কনীনিকা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রীর কথায়, ‘একটা মেয়ের বয়স হয়ে গেলেই টলিউডে ধরে নেওয়া হয় সেই মেয়ে আর অভিনয়ের যোগ্য নয়’। কিন্তু কেন হয় এমনটা এই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী। তিনি বলেন টলিউডের এই চিন্তাধারা বদলাতে হবে অবিলম্বে।
Entertainment,Tollywood,Bengali Serial,Koneenica Banerjee,বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,কনীনিকা বন্দ্যোপাধ্যায়
তিনি আরো প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে একটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বা বাচ্চা হয়ে গিয়েছে মানে সেই মেয়েটা আর অভিনেত্রী হওয়ার যোগ্য নন? এই জায়গাটা এখন বদলানোর প্রয়োজন। তার মতে, বাংলা বা হিন্দি সিনেমাতে মেয়েদের প্রাধান্য দেওয়া উচিত, এখন  এক্সপেরিমেন্ট করতে করতে নতুন একটা বাজার তৈরি হতে পারে।  আর এইটাও একজন মেয়ের হাত ধরেও হতে পারে বলে মনে করেন অভিনেত্রী।