বলিউড (Bollywood) বললেই যে কয়টা নাম মাথায় আসে তা হল শাহরুখ খান, (Shahrukh Khan) সলমন খান (Salman Khan) এবং আমির খান (Aamir Khan) একটা সময় পর্যন্ত এই তিন খানেরই রাজত্ব চলেছে সিনে দুনিয়ায়। দাপটের সঙ্গে রাজ করেছে এই তিন তারকা। তাদের আধিপাত্য বোঝার জন্য ফ্যান ফলোয়িং-র দিকে তাকানোটাই যথেষ্ট।
এরমধ্যে একজন তো আবার বিশ্বের সেরা ধনী তারকাদের মধ্যে একজন। দেশের বাইরে যেখানেই বলিউডের নাম নেবেন, উত্তর আসবে শাহরুখ। কম যান না আমির বা সলমনও। তবে এই তিন তারকা তাদের কেরিয়ারে কেবল হিট ছবিই দিয়ে গেছেন কি? নাহ, এই তিনজনের ফিল্মি কেরিয়ারেও রয়েছে অসংখ্য ফ্লপ ছবির নাম। সেই তালিকাই জানাবো আজকের প্রতিবেদনে।
সলমন খান (Salman Khan) : এমনিতে তো সলমনের ছবি মানেই ব্লকবাস্টার হিট। তবে সূর্যবংশী, এক লেড়কা এক লেড়কি, নিশ্চয়, চন্দ্রমুখী, চাঁদ কা টুকরা, সঙ্গদিল সনম, ইয়ে মাঝদার, ফির মিলেঙ্গে, সাদি করকে ফাঁস গায়া ইয়ার, সালাম এ ইশক, মেরিগোল্ড, যুবরাজ, ম্যায় আর মিসেস খান্না-র মত বেশকিছু ছবি।
আমির খান (Aamir Khan) : বলিউড পারফেকশনিস্ট আমির খানের ছবিও রয়েছে এই তালিকায়। হোলি, রাখ, আওয়াল নাম্বার, তুম মেরে হো, দিওয়ানা মুঝ সা নেহি, আফসানা প্যায়ার কা, ইসি কা নাম জিন্দেগি, পরম্পরা, 1947 Earth -র মত একাধিক ছবি। যদিও তালিকায় হিট ছবির সংখ্যাও অসংখ্য।
শাহরুখ খান (Shahrukh Khan) : তালিকার শেষ নাম শাহরুখ। বিশ্বের সেরা ধনী তারকাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শাহরুখ খান। তবে কিং খানের ঝুলিতেও রয়েছে ফ্লপের পাহাড়। উল্লেখ্য, ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া, ওয়ান টু কা ফোর, ইয়ে লমহে জুদাই কে, জিরোর মত ছবি।