চন্ডিগড় করে আশিকি,শুভ মঙ্গল জাদা সাবধান,আলিগড়,বাধাই দো,সমকামীতা,বলিউড,মুভি,এন্টারটেনমেন্ট,Chandigarh Kare Ashiqui,Shuv Mangal Jayada savdhan,Aligarh,Badhai Do,Homosexuality

Moumita

LGBTQ Pride Month, সমকামীদের সমস্যা নিয়ে তৈরী হয়েছে বলিউডের এই ৪ টি সিনেমা

প্রতিবছর জুন মাস সমকামী সম্প্রদায়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বের অনেক শহরেই এই মিছিল বের হয় এই সময়। মিছিলের মাধ্যমেই LGBTQ সম্প্রদায়ের মানুষজন তাদের স্বাধীনতা ও আইনি অধিকার উদযাপন করে। আজ থেকে প্রায় ৫৩ বছর আগে ১৯৬৯ সালে নিউইয়র্কের রাজপথে মিছিল করে এই সম্প্রদায়ের মানুষ তাদের অধিকারের দাবি তোলেন। কিন্তু এই সময়ই পুলিশ তাদের ওপর খড়গহস্ত হয়।

   

ভারতেও ২০১৮ সাল পর্যন্ত সমকামীতাকে অপরাধ হিসেবেই গণ্য করা হতো। কিন্তু তারপর সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারার অবলুপ্তি ঘটায়। তার প্রভাব পড়ে ভারতীয় জনতার ওপরেও। আর ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি তথা বলিউডও, সিনেমার দ্বারা সমকামীদের মর্যাদার সাথে বাঁচার অধিকার সম্পর্কে সোচ্চার হয়েছে। আজ তেমনই ৫ টি সিনেমার ব্যাপারে বলতে চলেছি আপনাদের।

১. চণ্ডীগড় করে আশিকি:- এই ছবিটি মূলত উভলিঙ্গ বা কিন্নরদের সমস্যার ওপর তৈরি হয়েছিল। জন্মের সময় আর পাঁচটা সাধারন মানুষের সাথে মেলে না তাদের কোনোকিছুই। এর ফলে সমাজের থেকে বহির্ভূত হয়ে পড়েন তারা। কিন্তু সমাজের তাদের প্রতি কিরকম দৃষ্টিভঙ্গি থাকে সেজন্য এই ছবিটি অবশ্যই দেখা উচিত সবার। ছবিটি ‘লিঙ্গ পরিবর্তন’ এর মতো একটি স্পর্শকাতর বিষয়ের ওপর তৈরি। মুখ্য ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুর। চলচ্চিত্রে খুবই নিষিদ্ধ একটি বিষয়কে অত্যন্ত সংবেদনশীল পদ্ধতিতে দেখানো হয়েছে। এই গল্পের নায়ক জানতে পারে যে, সে একজন ট্রান্স গার্ল। লিঙ্গ পরিবর্তন করে সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছে এবং এই সত্য জানা মাত্রই নায়কের পায়ের তলার মাটি সরে যায়। তবে ছবির বাকি গল্প সবারই হৃদয় স্পর্শ করে যাবে তাই বলাই বাহুল্য।

২. শুভ মঙ্গল জাদা সাবধান:- আগে সমকামিতাকে সারা বিশ্বেই বেশ নীচু নজরে,‌ অপরাধ ও পাপ হিসেবে দেখা হতো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের দেখার নজরেও বেশ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এই ছবির গল্প নির্ভর করছে সমকামিতার ওপর। ছবিতে দেখানো হয়েছে যে, সমকামিতা মোটেই কোনো রোগ নয়, বরঞ্চ সমকামীরাও সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে আয়ুষ্মান খুরানা এবং জিতুর অনবদ্য যুগলবন্দীও মানুষের হৃদয় জয় করে নিয়েছে।

৩. আলীগড়:- গোপনীয়তা কে না ভালোবাসে, কিন্তু বর্তমান দিনে আমাদের গোপনীয়তা নিয়েই প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। এই ফিল্মের গল্পই গড়ে উঠেছে এই গোপনীয়তা নিয়ে। সোশ্যাল মিডিয়ার এই যুগে সবার প্রাইভেসি যে হুমকির মুখে সেটাই দেখানো হয়েছে এখানে। পরিচালক হানসাল মেহতার ছবি ‘আলিগড়’ প্রশ্ন তুলেছে যে, আমাদের কারো ব্যক্তিগত মুহূর্তের মধ্যে উঁকি দিতে যাওয়া উচিত কিনা? ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও এবং আশিস বিদ্যার্থী প্রধান ভূমিকায় রয়েছেন। ছবির গল্প খুবই সাজানো এবং পরিণত অভিনয় এই মুভিকে আরও দূর্দান্ত করে তুলেছে।

৪. বাধাই দো:- সমকামী সম্প্রদায়ের মানুষজনের দুঃখ কষ্টের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। সেখানে পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি দেখিয়েছেন যে সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা বাতিল করলেও সমকামী সম্পর্কের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখন বদলায়নি একটুও। আজও সমাজে তাদের হেয় প্রতিপন্ন করা হয়। এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেডনেকার, সীমা পাহওয়া, শিবা চাড্ডা, নীতীশ পান্ডে এবং গুলশান দেবাইয়া। ছবিতে শুধুমাত্র সমকামীদের সামাজিক জীবন থেকেই নয়, বরঞ্চ পরিবার থেকেও যে কত লাঞ্ছনা পেতে হয় তাই দেখিয়েছেন।