Papiya Paul

একেই বলে টক্কর! বলিউডের এই ৫ সিনেমার সাথে একই দিনে মুক্তি পাবে দক্ষিণের সিনেমাগুলি

করোনা মহামারীর জেরে বিনোদন জগতের বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন ঘটছে। দক্ষিণের সিনেমা পুষ্পার জনপ্রিয়তার জন্য বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই ছবির হিন্দি ভার্সন প্রায় ১০০ কোটি টাকার ওপরে আয় করেছে। পুষ্পার এই সাফল্যে অনুপ্রাণিত হয়েই দক্ষিণ সিনেমার পরিচালকেরা হিন্দি ভার্সন এ আরও বেশ কিছু ছবি মুক্তির চেষ্টা করছেন। আর এর ফলেই বলিউডে এক বিরাট প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এর সাথে ব্যবসায়িক দিক থেকেও জোর টক্কর চলছে।

   

এই বছরে একই দিনে মুক্তি পেতে চলেছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ও দক্ষিণী সিনেমা ‘কেজিএফ ২’ । চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে বলিউডের আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। আবার অন্যদিকে দক্ষিণের যশ সিনেমা অভিনীত কেজিএফ ২। কেজিএফ ওয়ান এর বিরাট সাফল্যের পর দর্শকরা অধিক আগ্রহে এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করে বসে আছেন।

এদিকে দীর্ঘদিন পর আবার মুক্তি পেতে চলেছে আমির খানের সিনেমা। এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিসে কামাল দেখাবে সেটা সময় বলবে। এরপর আবার চলতি বছরে ২৪ শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ী’ ও ‘ভালিমাই’, এই ‘ভ্যালিমই’ সিনেমাতে রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ, হুমা কুরেশি, ইয়ামি গৌতাম। আবার সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ীতে রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।

এত বড় বিগ বাজেটের সিনেমাকে একসাথে কি করে স্ক্রিন দেওয়া যাবে সেটা নিয়েও বিপুল প্রতিদ্বন্দিতা চলছে অনুমান করা হচ্ছে। এদিকে এবার ১১ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও ও ভূমি পেডনেকার অভিনীত ‘বাধাই দো’। এদিনেই আবার তেলেগু ছবি ‘খিলাড়ি’ মুক্তি পেতে চলেছে। সুতরাং বক্সঅফিসে এই দুটি নিয়ে সিনেমা নিয়ে সংঘর্ষ হবে বলেই মনে করছেন দর্শকেরা।

আবার এই বছরই ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের ‘হিরো পানতি ২’, এর সাথেই অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’। আবার ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দক্ষিণী অভিনেতা রামচরণ, কাজল কাজল আগারওয়াল, ও পূজা হেগড়ে অভিনীত ‘আচার্য চলচ্চিত্র’। সুতরাং বলিউডের সঙ্গে দক্ষিণের সিনেমার যে জোর টক্কর শুরু হয়ে গেছে তা অনুমান করা যাচ্ছে। এবার বক্স অফিস কালেকশন দেখে বোঝা যাবে কে কেমন সফলতা অর্জন করেছে