বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap

Moumita

জীবন-মরণ লড়াই, ক্যান্সারের সঙ্গে কঠিন যুদ্ধের পর বেঁচে ফিরেছেন এই ৫ বলিউড তারকা

বলিউড এবং ক্যান্সার যেন ওতপ্রোতভাবে জড়িত। এই মারণ রোগের থাবা যেমন কেড়ে নিয়েছে অনেক খ্যাতনামা তারকার প্রাণ, তেমনই এই রোগকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেও এসেছেন অনেকে। আজ জানবো এমন কিছু তারকার কথা যারা সমাজের অনুপ্রেরণা। যাদের মনের জোর এবং সাহসের কাছে হার স্বীকার করেছে এই মারণ ব্যাধিও।

   

১) কিরণ খের:- বলিউডের এই বর্ষিয়ান অভিনেত্রীকে কে না চেনে। তার এক্সপ্রেশনের জাদুতে ঘায়েল হয়েছে লাখো মানুষ। তবে ক্যান্সারের থাবা থেকে রেহাই পাননি তিনি। দীর্ঘ চিকিৎসার পর এই বছরই সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি।

বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap

২) সঞ্জয় দত্ত:- বেশ কিছুদিন আগেই শোনা গেছিলো যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের মুন্না ভাই ওরফে সঞ্জয় দত্ত। তবে দীর্ঘ চিকিৎসার পরে তিনিও ফিরে এসেছেন তার স্বাভাবিক জীবনে। ৬১ বছর বয়সী এই তারকা এখন আগের মতোই সতেজ।

বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap

৩) মণীষা কৈরালা:- ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই বলি সুন্দরী। ভীষণই কঠিন ছিলো ভয়ানক ব্যাধিকে হারিয়ে ফিরে আসা‌। তবে সব বাধা অতিক্রম করে ২০১৫ সালে তিনি সেই রোগকে জয় করে ফিরে আসেন।

বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap

৪) তাহিরা কাশ্যপ:- ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিলো অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের। সঠিক সময়ে এই মারণ রোগের ব্যাপারে জানতে পারেন তিনি‌, অবিলম্বে চিকিৎসা শুরু করার পর ২০১৯ সালে বেশ লড়াকু মেজাজে ক্যান্সারকে জিতে ফিরে আসেন তিনি।
বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap/p>

৫) মহিমা চৌধুরী:- পরদেশ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মহিমা চৌধুরী। পরবর্তীকালে দিল হ্যায় তুমহারা, ধাড়কান, দাগ’এর মতো ব্লকব্লাস্টার ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি জানা গেছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনিও। অভিনেতা অনুপম খের এই সংবাদ প্রকাশ্যে আনেন। বর্তমানে মার্কিন মুলুকে চলছে তার চিকিৎসা।

বলিউড,বিনোদন,ক্যান্সার,মহিমা চৌধুরী,মণীষা কৈরালা,কিরণ খের,সঞ্জয় দত্ত,তাহিরা কাশ্যপ,Bollywood,Entertainment,Cancer,Mahima Chaudhary,Manisha Koirala,Kiran Kher,Sanjay Dutt,Tahira Kashyap