Papiya Paul

মোগ্যাম্বো থেকে DDLJ এর রাজ, বলিউডের এই ৫ চরিত্রকে কোনোদিন ভুলবেন না দর্শকেরা

বলিউড হল বিনোদনের এক জনপ্রিয় মাধ্যম। বহু অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বলিউডে এমন কিছু সিনেমা রয়েছে যা দর্শকদের মনের মনিকোঠায় চিরদিন রয়ে গিয়েছে। বেশ কিছু চরিত্র রয়েছে যাদের কোনোদিনই ভুলতে পারেননি দর্শকেরা। এই প্রতিবেদনে বলিউডের এমনই কিছু চরিত্রের কথা তুলে ধরব যেগুলো দর্শকদের মনে গেঁথে রয়েছে।

   

১) অমরিশ পুরি, মিস্টার ইন্ডিয়া (Amrish puri, Mr India)- বলিউডের সেরা খলনায়ক বলতে যার কথা প্রথমে উঠে আসে তিনি হলেন অমরেশ পুরী। কয়েকশো ছবিতে তিনি তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। তবে তার এত ছবির মধ্যে মিস্টার ইন্ডিয়া ছবির ‘মোগাম্বো’ চরিত্র দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়।

২)শাহরুখ খান ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গা’ (Shahrukh Khan, DDLJ)- শাহরুখ খান তাঁর দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু ছবি করেছেন। কিন্তু শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি তার ক্যারিয়ারে সবথেকে বেশি চর্চিত। এই ছবির রাজ চরিত্রটিকে আজও মনে রেখেছেন দর্শকেরা।

৩) অমিতাভ বচ্চন, অগ্নিপথ (Amitabh Bacchan, Agneepath)- বলিউডের অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার বহু সিনেমা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে অগ্নিপথ সিনেমাতে তার অভিনয় মনে রেখেছেন দর্শকেরা।

৪) সঞ্জয় দত্ত, মুন্না ভাই এম বি বি এস (Sanjay Dutta, Munnai Bhai MBBS)- একদিকে যেমন প্রশংসা হয়েছে তার সিনেমা নিয়ে তেমনি চলেছে সমালোচনা। কিন্তু তবুও মানুষের মনে রয়ে গিয়েছেন সঞ্জয় দত্ত। তার সবথেকে জনপ্রিয় সিনেমা ছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। যা আজও মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।

৫) অজয় দেবগন, সিংহম (Ajay Devgan, Singham)- বলিউডের সুপারস্টার অজয় দেবগন। বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। সিংহম ছবিতে তার সেই চরিত্র যেন সবথেকে জনপ্রিয়।