বিনোদন,দক্ষিণী সিনেমা,ডাবিং শিল্পী,শ্রেয়াস তালপাড়ে Entertainment,South Indian Cinema,Dubbing Artist,Shreyas Talpade

Papiya Paul

সাউথের সিনেমার হিন্দি ডাবিং করে সুপারহিট হয়েছেন যে ৫ ডাবিং শিল্পী, রইল তাদের পরিচয়

ভারত বিভিন্ন ভাষার দেশ। এখানে বিভিন্ন ভাষার চলচ্চিত্র তৈরী হয়। আবার এক ভাষা থেকে অন্য ভাষাতে ডাবিং (Dubbing) করেও সিনেমা তৈরী হচ্ছে। আর এর জন্য প্রয়োজন হয় ডাবিং আর্টিস্টের। আজকের এই প্রতিবেদনে এমনই ৫ জনপ্রিয় ডাবিং আর্টিস্টের (Dubbing Artist) কথা আপনাদেরকে জানাবো। যারা দক্ষিণী ভাষার ছবিকে হিন্দিতে ডাবিং করেছেন।

   

১) শ্রেয়াস তালপাড়ে (Shreyas Talpade) – বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। বলিউডে বহু ছবিতে কাজ করেছেন। এর পাশাপাশি তিনি একজন বিখ্যাত ডাবিং শিল্পী হিসেবেও পরিচিত। দক্ষিণের জনপ্রিয় ছবি ‘পুষ্পা’র হিন্দি ভার্সন ও সুপারহিট হয়েছিল। আর এই ছবিতে আল্লু অর্জুনের গলার হিন্দি ডাবিং করেছেন শ্রেয়াস তালপাড়ে।

২) সংকেত মাত্রে (Sanket Mhatre)- ডাবিংয়ের জগতে সুপারস্টার হিসাবে পরিচিত তিনি। সংকেত মাত্রে ডাবিংয়ের জগতে আজ সবচেয়ে বড় তারকা হিসেবে পরিচিত। সাউথের অনেক দুর্দান্ত ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

৩) শরদ কেলকার (Sharad Kelkar)- শরদ কেলকার বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তার অভিনয়গুণ নিয়ে নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই। শুধু তাই নয়, শরদ কেলকার একজন অভিনেতার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও পরিচিত। এস এস রাজামৌলির বাহুবলী ছবির ডাবিং করেছিলেন তিনি।

৪) বিনোদ কুলকার্নি (Vinod Kulkarni)- ব্রহ্মানন্দ হলেন দক্ষিণের সবচেয়ে বিখ্যাত কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত। তিনি দক্ষিণের অনেক ছবিতে তার কমেডির মাধ্যমে জনপ্রিয়তা ছড়িয়েছেন। কিন্তু হিন্দি সংস্করণে ব্রহ্মানন্দের কণ্ঠ ব্রহ্মানন্দ নয়, এই গলা বিনোদ কুলকার্নির। বিনোদ কুলকার্নি, ব্রহ্মানন্দের দক্ষিণের বেশিরভাগ ছবির হিন্দি ডাবিং করেছেন।

৫) রাজেশ কাওয়া (Rajesh Kava)- রাজেশ কাওয়া একজন বিখ্যাত ডাবিং শিল্পী হিসাবে পরিচিত। তিনি হিন্দি ভাষায় দক্ষিণের অনেক সুপারহিট ছবি ডাবিংকরেছেন।