Bollywood

Moumita

লজ্জায় বাথরুমে মুখ লুকিয়েছিলেন! অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় এই ৬ বলিউড তারকার

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood) অন্তরঙ্গ দৃশ্যে (Intimate Scenes) অভিনয় করা কোনো নতুন বিষয় নয়। এই জন্য অনেক সময় তারকাদের ভালোই অস্বস্তিতে পড়তে হয়। এমনকি এই নিয়ে অনেকে অকপট স্বীকারোক্তিও দিয়েছেন। কারো কারো কথায়, বিষয়টি এতটাই জটিল এবং অস্বস্তিকর যে তারকারাও নার্ভাস হয়ে পড়েন। আজ এমনই ৬ তারকার কথা বলব যারা এই বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

   

ববি দেওল : ‘আশ্রম’ ওয়েব সিরিজ দিয়ে দারুন জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ববি। সিজন ৩ তে অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। আর এতে তার অস্বস্তির কথা নিজেই জানিয়েছিলেন তিনি।

Ashram

রণবীর কাপুর : বলিউডের প্লে বয়-ও রণবীরও নাকি নার্ভাস হয়ে পড়েছিলেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তিনি নিজের থেকে ৯ বছরের বড় বলি ডিভা ঐশ্বরিয়া রাইয়ের সাথে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। অভিনেতার কথায়, তিনি বড্ড বেশিই নার্ভাস হয়ে পড়েছিলেন।

Ranbir Aishwarya

জ্যাকি শ্রফ : তালিকায় রয়েছে জ্যাকি শ্রফের নামও। তিনি ‘দ্য ইন্টারভিউ: নাইট অফ ২৬/১১’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি নাকি খুব বিব্রত বোধ করছিলেন।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,অন্তরঙ্গ দৃশ্য,ঐশ্বর্য রাই বচ্চন,সুস্মিতা সেন,মল্লিকা শেরাওয়াত,Bollywood,Entertainment,Gossip,Intimate Scene,Aishwarya Rai Bachchan,Susmita Sen,Mallika Sherawat,Controversy

ডিম্পল কাপাডিয়া : ‘প্রেম ধরম’ ছবিতে ডিম্পল কপাডিয়া এবং বিনোদ খান্নার মধ্যে একটি চুম্বন দৃশ্য শুট করা হয়েছিল। পরিচালক কাট বললেও নাকি বিনোদ নিজেকে থামাননি। আর এতেই প্রচন্ড বিব্রত হয়ে পড়েছিলেন ডিম্পল।

Dimple Kapadia

মল্লিকা শেরাওয়াত : সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যের জন্য বিশেষ পরিচিত তিনি। ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে নিজের থেকে কয়েক বছরের বড় অভিনেতা ওম পুরির সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে। মল্লিকা জানান তিনি সেই সময় ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন।

Mallika Sherawat

সুস্মিতা সেন : এই তালিকায় রয়েছে সুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেনের নামও। ‘চিঙ্গারি’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। মিঠুনের মত কিংবদন্তির নাম শুনেই ভয় পেয়ে গেছিলেন সুস্মিতা।