Bollywood,Entertainment,Gossip,Catfight,Salman Khan,Sanjay Leela Bhansali,Kangana Ranaut,বলিউড,বিনোদন,গসিপ,ঝগড়া,সলমন খান,সঞ্জয় লীলা বানসালি,কঙ্গনা রানাওয়াত

বলিউডের সেরা ক্যাটফাইট! পরিচালকের সাথে ঝামেলার কারণে সিনেমা ছেড়েছেন এই ৫ বলিউড তারকা

কথায় আছে ঘটি বাটি একসাথে থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। এই প্রবাদের ব্যতিক্রম নয় বলিউডও। নায়ক-নায়িকা থেকে শুরু করে পরিচালক, প্রযোজক কেউই বাদ যাননা এই ক্যাটফাইট থেকে। নায়ক-নায়িকাদের ক্যাটফাইট তো যেমন-তেমন তবে পরিচালক বা প্রযোজকদের সঙ্গে পাঙ্গা অনেকসময়ই ভারি পড়েছে কিছু তারকার উপর। যেমন সম্প্রতি শোনা যাচ্ছে খ্যাতনামা প্রডিউসার করণ জোহরের সাথে মতবিরোধ হওয়ায় ‘দস্তানা ২’ ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। আর এই তালিকায় রয়েছে সলমন খানের মতো তারকারাও। তাহলে দেরি না করে চলুন জেনে নিই কোন কোন নাম রয়েছে এই তালিকায়।

১) সালমান খান এবং সঞ্জয় লীলা বানসালি : সলমন খান এবং সঞ্জয়লীলা বানসালির বন্ধুত্বের চর্চা সর্বত্র। কিন্তু গুজারিশ ছবির সময় এইদুজনের মধ্যে প্রথম ফাটল ধরে। এর দীর্ঘ ১১ বছর পর অবশেষে দুজনে আবার কাজ করার কথা ভাবে। কিন্তু ঈশ্বরের হয়তো সেই হয়তো ছিলোনা তাই আবারও দুজনের মধ্যে দ্বন্ধ শুরু হয় এবং বাতিল হয়ে যায় এই সিনেমা।

Bollywood,Entertainment,Gossip,Catfight,Salman Khan,Sanjay Leela Bhansali,Kangana Ranaut,বলিউড,বিনোদন,গসিপ,ঝগড়া,সলমন খান,সঞ্জয় লীলা বানসালি,কঙ্গনা রানাওয়াত

২) কার্তিক আরিয়ান এবং করন জোহর : বছর খানেক আগে করণ জানিয়েছিলেন ‘দস্তানা’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন তিনি। এই ছবির জন্য কার্তিক এবং জাহ্নবী কাপুরকে দিয়ে সাইন করান তিনি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে করণের সাথে মতবিরোধের কারণে ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক এবং করণ এখন নতুন কাস্টিংয়ের খোঁজে।

Bollywood,Entertainment,Gossip,Catfight,Salman Khan,Sanjay Leela Bhansali,Kangana Ranaut,বলিউড,বিনোদন,গসিপ,ঝগড়া,সলমন খান,সঞ্জয় লীলা বানসালি,কঙ্গনা রানাওয়াত

৩) বিদ্যা বালন এবং সুজয় ঘোষ : ‘কাহানী’ এবং ‘কাহানী ২’ এর পর ‘দুর্গা রানী’ আনতে চলেছিলেন পরিচালক সুজয় ঘোষ। আর এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলো বিদ্যা বালান। কিন্তু কোনো ব্যক্তিগত কারণে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন বিদ্যা। শোনা যায় এখন একে অপরের মুখদর্শনও করতে চাননা এই দুই তারকা।

Bollywood,Entertainment,Gossip,Catfight,Salman Khan,Sanjay Leela Bhansali,Kangana Ranaut,বলিউড,বিনোদন,গসিপ,ঝগড়া,সলমন খান,সঞ্জয় লীলা বানসালি,কঙ্গনা রানাওয়াত

৪) সোনু সোদ এবং কঙ্গনা রানাওয়াত : ‘মনিকর্নিকা’ ছবিতে অভিনয় করার কথা ছিলো সোনু সুদের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবি পরিচালনার দায়িত্ব কঙ্গনা রানাওয়াত নেওয়ার পর সিনেমাটি থেকে সরে দাঁড়ান সোনু। জানা যায়, কঙ্গনা নাকি সোনুর চরিত্রটিকে কাটছাঁট করে ছোট করে দিয়েছিলেন যা একেবারেই নাপসন্দ ছিলো অভিনেতার।

Bollywood,Entertainment,Gossip,Catfight,Salman Khan,Sanjay Leela Bhansali,Kangana Ranaut,বলিউড,বিনোদন,গসিপ,ঝগড়া,সলমন খান,সঞ্জয় লীলা বানসালি,কঙ্গনা রানাওয়াত

৫) সুশান্ত সিং রাজপুত এবং রবি গ্রেওয়াল :রবি গ্রেওয়ালের ‘রোমিও আকবর’ ছবিতে জন আব্রাহামের চরিত্রটিতে অভিনয় করার কথা ছিলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পোস্টার রেডি হয়ে যাওয়ার পর পরিচালকের সাথে কোনো বিষয় নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে যায় সুশান্ত এবং ছবি থেকে সরে দাঁড়ান তিনি।

 

Avatar

Moumita

X