বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

বাবার বয়সী অভিনেতাদের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বক্স অফিসে ঝড় তুলেছেন যে ৫ বলিউড অভিনেত্রী

বর্তমানে চলচ্চিত্র মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই পর্দায় মুক্তি পাচ্ছে অসংখ্য ছবি। আর বলাইবাহুল্য এই সমস্ত ছবির সাথে সাথে মুভির চরিত্রের স্মৃতিও বছরের পর বছর থেকে যায় মানুষের মনের মধ্যে। আশির দশক হোক কি নব্বইয়ের, এমন অনেক অনস্ক্রীন জুটি আছে যারা নিজেদের কেমিস্ট্রির সৌজন্যে তৈরি করেছে বক্স অফিস রেকর্ড।

বলাই বাহুল্য,  এই রেকর্ড তৈরিতে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীরাও একটি বড় ভূমিকা রেখেছেন। আজ এই প্রতিবেদনে বলবো এই রকম কিছু সুন্দরী অভিনেত্রীদের কথা যারা নিজেদের অভিনয় দক্ষতায় বাবার বয়সী অভিনেতাদের সাথেও একেবারে নিখুঁত রোম্যান্স ফুটিয়ে তুলেছেন পর্দায়।

১) মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না:- বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত এবং বিনোদ খান্নাকে “দয়াবান” ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এবং সেই সময়ে মাধুরীর বয়স ২০ বছরও হয়নি। জনপ্রিয় এই ছবিতে মাধুরী বিনোদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ দৃশ্যে নিখুঁত অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।
বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

২) জিয়া খান ও অমিতাভ বচ্চন:- বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী জিয়া খান খুবই অল্প বয়সেই দুনিয়াকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এই অভিনেত্রীর “নিঃশব্দ” ছবিটি আজও প্রতিটি দর্শকের স্মৃতিতে অমলিন রয়ে গেছে। ছবিতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের সাবলীল অভিনয়ের সৌজন্যে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। উল্লেখ্য “নিঃশব্দ” ছবির শুটিংয়ের সময় তার বয়স ছিলো মাত্র ১৯ বছর এবং অমিতাভ বচ্চনের বয়স তখন ৪৪।
বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

৩) বিদ্যা বালান ও নাসিরুদ্দিন শাহ:- বিদ্যা বালানের ছবি ‘দ্য ডার্টি পিকচার’এর কথা উঠলে এখনও মানুষ নস্টালজিক হয়ে ওঠে। এই ছবিতে নাসিরউদ্দিনের সাথে আশ্চর্যজনক বোল্ড দৃশ্যে অভিনয় করে বক্স অফিসে আগুন লাগিয়েছিলেন। প্রসঙ্গত, বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ বিদ্যা বালানের চেয়ে ৩৯ বছরের বড়ো।
বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

৪)আলিয়া ভাট ও শাহরুখ খান:- তালিকার পরবর্তী নাম রণবীর পত্নী আলিয়া ভাট। ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আলিয়া ও শাহরুখকে একসঙ্গে দেখা গেলেও ছবিতে তাদের মধ্যে কোনো রোমান্টিক দৃশ্য ছিল না, কিন্তু ছবিতে শেষ পর্যন্ত দেখা গেছিলো আলিয়া শাহরুখকে খুব পছন্দ করতে শুরু করে। বলে রাখি আলিয়া ও শাহরুখের বয়সে ২৮ বছরেরও বেশি পার্থক্য রয়েছে।
বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

৫) সোনাক্ষী সিনহা ও সালমান খান:- সোনাক্ষী সিনহা তার অভিনয় জীবন শুরু করেছিলেন দাবাং ছবি দিয়ে। বর্তমানে তাকে বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। সেই সময় বছর ২৩ এর বয়সী সোনাক্ষী ৪৫ বছর বয়সী সালমান খানের সঙ্গে একেবারে নিখুঁত অভিনয় করেছিলেন। আজও এই দুজন বলিউডের অন্যতম বহুল চর্চিত জুটির মধ্যে অন্যতম।
বলিউড,বিনোদন,সাহসী দৃশ্য,বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা,আলিয়া ভাট,মাধুরী দীক্ষিত,Bollywood,Entertainment,Bold Scene,Vidya Balan,Sonakshi Sinha,Aliya Bhatt,Madhuri Dikshit

Avatar

Moumita

X