Bollywood

Moumita

খ্যাতি পেয়েই লাফালাফি শুরু! এই ৮ টিভি তারকারা সামান্য খ্যাতি পাওয়া মাত্রই উড়তে শুরু করেছেন

তারকাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা খ্যাতি পেতে না পেতেই যেন চাঁদ হাতে পেয়েছেন এমন ভাব করেন। সামান্য বিখ্যাত(Popular) হয়েছেন কি, নির্মাতাদের সাথে ঝামেলা শুরু করে দেন এই তারকারা। দেখে নিন সেই লম্বা তালিকা।

   

মৌনি রায় : খ্যাতি পাওয়ার পর মৌনি রায় সেটে পৌঁছতে বেশ দেরি করতেন। এছাড়া নিজের মনমর্জি মতো অভিনয় করার বদনাম রয়েছে তার।

কপিল শর্মা :কপিল শর্মা নিজের খ্যাতি পাওয়ার পর শুধু সহশিল্পীদের সাথেই যে খারাপ ব্যবহার করেছেন তাই না। এমনকি বলিডিভা বিদ্যা বালানকেও অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিলেন তিনি।

করণ প্যাটেল : করণ প্যাটেলও নির্মাতাদের প্রতি বেশ রুঢ় মনোভাব দেখিয়েছেন। নির্মাতারা চুক্তিতে স্পষ্ট লিখে দিয়েছিলেন যে, তিনি রাগ করে কারও সাথেই কথা বলবেন না।

করণ সিং গ্রোভার : একই গল্প বিখ্যাত ধারাবহিক অভিনেতা করণ সিং গ্রোভারের। এজন্য করণ সিং গ্রোভারকে ‘কবুল হ্যা’ থেকে বাদ দেওয়া হয়।

হিনা খান : জীবনে খ্যাতি পাওয়ার আগে অনেক পরিশ্রম করলেও খ্যাতি পাওয়ার পর মাত্র দুই ঘণ্টা শুটিং করতেন হিনা খান। শোনা যায় রাজন শাহির সঙ্গে হিনা খানের বিবাদও ছিল বেশ।

সোনারিকা ভাদোরিয়া : আজকাল কিছুটা হারিয়ে গেলেও একসময় বিরাট বিখ্যাত ছিলেন সোনারিকা ভাদোরিয়া। সোনারিকার আচরণে নির্মাতারা বেশ বিরক্ত হয়েছিলেন। মোহিত রায়না বহুবার তাঁর বিরুদ্ধে বহুবার অভিযোগ করেছিলেন।

সিদ্ধার্থ শুক্লা : আজ সিদ্ধার্থ শুক্লা ইহজগতে না থাকলেও একটা সময় বেশ বিখ্যাত হয়েছিলেন তিনি। যদিও খুব ভদ্র মানুষ হিসেবে পরিচয় থাকেনি তার, বরং জানা যায় তিনি সেটে বেশ কয়েকবার মারামারি করেছেন এবং গালিগালাজও দিয়েছেন।

দিগঙ্গনা সূর্যবংশী : দিগঙ্গনা সূর্যবংশী ভাইকে তার অ-পেশাদার আচরণের কারণে ‘কবুল হ্যায়’ থেকে বাদই দিয়ে দেওয়া হয়। নির্মাতাদের সাথে অত্যন্ত বাজে মনোভাব দেখাতে শুরু করেন তিনি।