বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বয়ষ্ক চরিত্র,শ্রদ্ধা কাপুর,অনুপম খের Entertainment,Bollywood,Bollywood Gossip,Old Character,Shraddha Kapoor,Anupam Kher

অভিনেতা-অভিনেত্রীর হওয়া মুখের কথা নয়, অল্প বয়সেই বুড়ো চরিত্রে নজর কেড়েছেন এই ৫ তারকা

অভিনয় জগতে যখন কোন তারকারা কাজ করেন তখন একদিকে যেমন তাদের কাজের জন্য তারা প্রশংসা পায়, ঠিক তেমনি অনেকের অভিনীত চরিত্র নিয়ে সমালোচনা হয়। আবার অভিনেতা-অভিনেত্রীদের এমন কিছু চরিত্র থাকে যা দেখে বোঝা যায় তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আর তাদের সেই পরিশ্রম সত্যিই কাজে লাগে।

আজ আমরা এই প্রতিবেদনে এমন কয়েকজন বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সম্পর্কে বলবো, যারা খুব অল্প বয়সে বয়স্ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে তাক লাগিয়ে দিয়েছেন। ঠিক তেমনি তাদের এই সাহসী চরিত্রের প্রশংসাও করেছেন দর্শকরা। করা হলেন সেই তারকা? দেখে নিন একনজরে-

১) অনুপম খের(Anupam Kher)- এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে অনুপম খের। তিনি তার ক্যারিয়ারের একেবারে শুরুতে ‘সরাংস’ ছবিতে ৬৪ বছর বয়সী একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিলেন। যেখানে তখন অনুপম খের এর বয়স ছিল মাত্র ২৮ বছর। কিন্তু সেই বয়স্ক চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বয়ষ্ক চরিত্র,শ্রদ্ধা কাপুর,অনুপম খের Entertainment,Bollywood,Bollywood Gossip,Old Character,Shraddha Kapoor,Anupam Kher

২) ঐশ্বর্য রাই বচ্চন(Aishwariya Rai Bachchan)- বলিউডের সবথেকে সুন্দরী অভিনেত্রী বলতে হয়তো ঐশ্বর্য রাই বচ্চনর নাম আগে উঠে আসে। তার অভিনয়ের সাথে সাথেই সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই অভিনেত্রীও ‘সবরজিৎ’ সিনেমায় ৬০ বছর বয়সী এক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। যখন তার বয়স ছিল মাত্র ৪০ বছর। আর এই ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বয়ষ্ক চরিত্র,শ্রদ্ধা কাপুর,অনুপম খের Entertainment,Bollywood,Bollywood Gossip,Old Character,Shraddha Kapoor,Anupam Kher

৩) শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor)- বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় এই মুহূর্তে শ্রদ্ধা কাপুরের নাম রয়েছে। তার অল্প কয়দিনের ক্যারিয়ারের শুরুর দিকেই ‘হাসিনা পারকার’ ছবিতে নিজের থেকে অনেক বেশি বয়সী চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল সকলের কাছে।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বয়ষ্ক চরিত্র,শ্রদ্ধা কাপুর,অনুপম খের Entertainment,Bollywood,Bollywood Gossip,Old Character,Shraddha Kapoor,Anupam Kher

৪) তাপসী পান্নু(Tapasi Pannu)ও ভূমি পেডনেকার(Bhumi pednekar)- তাপসী পান্নু সবসময় নতুনত্ব চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেয়। এমন কিছু চরিত্রে অভিনয় করেন যা সবসময় সকলের থেকে আলাদা। ‘স্যান্ড কি আঁখ’ ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন। একই ছবিতে ভূমি পেডনেকারও বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। যা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বয়ষ্ক চরিত্র,শ্রদ্ধা কাপুর,অনুপম খের Entertainment,Bollywood,Bollywood Gossip,Old Character,Shraddha Kapoor,Anupam Kher

Avatar

Papiya Paul

X