Arijit

কোহলির মতোই বিসিসিআইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট হয়েছে এই পাঁচ ক্রিকেটারের

ভারতীয় ক্রিকেট দল! এই ভারতীয় জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটারের। তবে ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া মোটেও সহজ কাজ নয়। তার থেকেও বেশি কঠিন কাজ হল জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে ধরে রাখা। অনেক ক্রিকেটারই আছেন যারা হয়তো জাতীয় দলে সুযোগ পান কিন্তু এক, দুটো ম্যাচের পর বেরিয়ে যেতে হয়। তবে ভারতে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য হওয়ার সত্ত্বেও শুধুমাত্র বিসিসিআইয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন।

   

আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ক্রিকেটারদের তালিকা:-

আম্বাতি রাইডু:- একসময় ভারতীয় মিডিয়ার অর্ডারের নিয়মিত ব্যাটসম্যান হলেও বিসিসিআই সঙ্গে ঝামেলার কারণে এই মুহূর্তে তিনি ভারতীয় দল থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছেন। 2019 বিশ্বকাপে তাকে দলে না নেওয়ার কারণে রায়াডু সরাসরি আক্রমণ করেছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে। যার ফলে ভোগ করতে হচ্ছে এখনও।

মুরলি বিজয়:- 2018 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ব্যাট হাতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি মুরলি বিজয়। তার পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় মায়াঙ্ক আগারওয়ালকে। সেই প্রসঙ্গে প্রশ্ন তুলে চিরকালের জন্য ভারতীয় দলে নিজের জায়গা হারান মুরলি বিজয়।

মনোজ তেওয়ারি:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান, শ্রীলংকা বিরুদ্ধে ব্যাট হাতে 65 রানের পাশাপাশি 4 উইকেট নেওয়ার সত্ত্বেও শুধুমাত্র নিজের জায়গা নিয়ে প্রশ্ন তোলায় চিরকালের মতো ভারতীয় দলে তার জায়গা বন্ধ হয়ে যায়।

ওয়াসিম জাফর:- প্রথম শ্রেণীর ক্রিকেটে 13 হাজার রান করলেও নির্বাচকরা কোনদিন তার নাম বিবেচনা করে দেখেননি। আর সেই বিষয়ে প্রশ্ন তুলে নিজের জায়গা হারান তিনি।

ফইয়জ ফজল:- একজন যোগ্য ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে টুইট করে ভারতীয় দল থেকে চিরদিনের জন্য বাদ পড়েছেন ফইয়জ ফজল।