ইউটিউব,সঙ্গীত শিল্পী,ভিউজ,বলিউড,সঙ্গীত,শীর্ষ পাঁচ গান,বিনোদন,YouTube,Music Artist,Bollywood,Music,Entertainment,Top five songs

‘লুট গায়ে’ থেকে ‘ফিলহাল’, বলিউডের এই ৫ টি গানের ভিউজ প্রায় ১০০ কোটি ছাড়িয়েছে

বর্তমানে ইউটিউবে রোজই কোনও না কোনও গান ভাইরাল হয়। এরমধ্যে কিছু কিছু গান এমনও থাকে যার লাইক কোটিতে পৌঁছে যায়। আজ এই প্রতিবেদনে এমন কিছু জনপ্রিয় গানের কথা বলবো যাদের ভিউজ আকাশছোঁয়া। ইউটিউব প্লাটফর্মেই কিছু কিছু গান এতোই বিখ্যাত হয়েছে যাদের ভিউজ ১০০ কোটি ছাড়িয়ে গেছে।

১) বারিশ কি রায়:- সবচেয়ে বেশি ভিউজের নিরিখে এই গানটি শীর্ষ পাঁচ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। গানটিতে নওয়াজউদ্দীন এবং সুনন্দা শর্মাকে দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বি প্রাক। ইতিমধ্যেই এই গানটি ৪৮ কোটি বারের বেশি দেখা হয়েছে।

২) সাইয়া জি:- ভারতের র্্যাপ সম্রাট নামে পরিচিত ইয়ো ইয়ো হানি সিং। যাকে তার অনুরাগীরা সঙ্গীত শিল্পের রাজাও বলে থাকেন। সম্প্রতি বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। তবে সাইয়া জি গানটি দিয়ে ইউটিউবে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। এই গানে তার সাথে কণ্ঠ দিয়েছেন নেহা কক্করও। প্রসঙ্গত উল্লেখ্য, এই গানে নুসরাত ভরুচার পারফরম্যান্সও মানুষকে পাগল করে তুলছে। এই মুহূর্তে গানটির ভিউজ ৪৮ কোটি ছাড়িয়ে গিয়েছে।

৩) ফিলহাল:- ফিলহাল গানটির প্রথম পর্বে অক্ষয় কুমার এবং নুপুর শ্যানন’কে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। গানটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটিই ব্যপক পছন্দ করেছেন দর্শকমহল। উল্লেখ্য, ইউটিউবে ৫৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এই গানটি।

৪)পানি পানি:- জনপ্রিয় র‌্যাপার বাদশার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বাদশার বিখ্যাত গান পানি পানি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছিলো। এই গানটি ইউটিউবে ৬৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এছাড়াও এই গানে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ কে।

৫) লুট গায়ে:- সম্প্রতি জুবিন নওটিয়ালের লুট গায়ে গানটি ব্যপক প্রশংসা কুড়িয়েছে সঙ্গীতপ্রেমীদের মধ্যে। এই গানে ইমরান হাশমির প্রেম কাহিনী ব্যপক সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। এই গানটি ইউটিউবে ১০০ কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং এইমুহুর্তে গানটি সর্বকালের সবচেয়ে বেশি ভিউজ যুক্ত গান হয়ে উঠেছে।

Avatar

Moumita

X