Papiya Paul

শেষ সপ্তাহেও সেরা ‘মিঠাই’, শুরুতেই বাজিমাত ‘গাঁটছড়া’র, সেরা দশে নেই ‘খড়কুটো’

বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি সকলে। এবার প্রকাশ্যে এল এই বছরের শেষ টিআরপি তালিকা। সারা বছর ধরেই বাংলা ধারাবাহিক জগতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। চলতি বছরে প্রচুর নতুন ধারাবাহিক পেয়েছেন দর্শকেরা। আবার এমন কিছু ধারাবাহিক আছে যেগুলো টিআরপি কম থাকার জন্য বন্ধ হয়ে গিয়েছে। এই সপ্তাহে নতুন এক ধারাবাহিক ‘গাঁটছড়া’র প্রথম টিআরপি লিস্ট প্রকাশ্যে এসেছে।

   

আর শুরুতেই বাজিমাত করেছে সোলাঙ্কি-গৌরবের ধারাবাহিক গাঁটছড়া। প্রথম সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এই সপ্তাহেও বাংলার সেরা ‘মিঠাই(১১.০)।’ দ্বিতীয় স্থানে মিঠাইকে টক্কর দিতে এগিয়ে আসছে খুকুমণি হোম ডেলেভারি(৯.৯)। এই দুই সিরিয়ালের পয়েন্টের ফারাক ও অনেক কম। একদিকে জি বাংলা অন্যদিকে ষ্টার জলসা। আগামী দিনে কে সেরা হবে সেটা সময় বলবে? এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘যমুনা ঢাকি’, আর চতুর্থ স্থানে আছে ‘গাঁটছড়া’ ও ‘উমা’।

আগের সপ্তাহের মত এই সপ্তাহেও পঞ্চম স্থানে আছে ‘সর্বজয়া’, আর ‘অপরাজিতা অপু’ পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। দুজনের প্রাপ্ত নম্বর ৮.৫। স্টার জলসার মন ফাগুন ৮.০ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা করেছে। তবে এই সপ্তাহে সেরা দশে জায়গা করতে পারেনি সৌজন্য-গুনগুন জুটির ‘খড়কুটো’।

তাহলে এবার জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা-

মিঠাই- ১১.০ (প্রথম)

খুকুমণি- ৯.৯ (দ্বিতীয়)

যমুনা ঢাকি- ৯.০ (তৃতীয়)

গাঁটছড়া- ৮.৯ (চতুর্থ)

উমা- ৮.৯ (চতুর্থ)

সর্বজয়া- ৮.৫ (পঞ্চম)

অপরাজিতা অপু- ৮.৫ (পঞ্চম)

মন ফাগুন- ৮.০ (ষষ্ঠ)

ধুলোকণা- ৭.৭ (সপ্তম)

খেলাঘর- ৭.০ (অষ্টম)

আয় তবে সহচরী- ৭.৫ (নবম)

কড়িখেলা- ৭.০ (দশম)