Arijit

ভারতের বিশ্বকাপ জয়ে মুখ্য ভূমিকা নিতে চলেছে এই ২টি ঐতিহাসিক সিদ্ধান্ত

এই মুহূর্তে ক্রিকেট জগতের সব থেকে আলোচনার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাস থেকেই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফেলেছে।

   

এবার ভারতের বিশ্বকাপ জয়ের একাধিক কারণ রয়েছে। আসুন তেমনই কিছু কারণ দেখে নেওয়া যাক:-

অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রন:-
এবার ভারতের বিশ্বকাপ দলের সবথেকে আকর্ষনীয় বিষয় হল অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রন। দলে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন তেমনি রহুল চাহার, ঈশান কিশান, সূর্য কুমার যাদবের মতো তরুণ ক্রিকেটাররাও রয়েছেন।

দলে মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভুক্তি:-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে রাখা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে অনেকেই ঐতিহাসিক বলে মনে করছে কারণ ধোনির মতো তিনটে আইসিসি ট্রফি জেতা একজন অধিনায়ক যদি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সুবিধা হবে ভারতীয় দলের।