Arijit

দক্ষিণ আফ্রিকা সফরই হতে চলেছে ভারতের এই তিন তারকার শেষ সফর, তারপরই বিদায় নিশ্চিত

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আগামী 26 শে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। তবে এই দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সফরের পরই বেশ কয়েক জন ক্রিকেটারের জাতীয় দলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে।

   

এই সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে জাতীয় দলে তাদের জায়গা পাকা হয়ে যাবে। অপরদিকে অফফর্মে থাকার সত্বেও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো এই ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা সফরে শেষবারের মত দেখে নিতে চাইছে বিসিসিআই। সেখানেও যদি তারা পারফরম্যান্স করতে না পারে তাহলে জাতীয় দলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই দক্ষিণ আফ্রিকা সফরে বিসিসিআই শেষবারের মতো সুযোগ দিয়ে দেখে নিতে চলেছে ভারতের তিন সিনিয়র ক্রিকেটার আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা এবং ইশান্ত শর্মাকে। দীর্ঘদিন ধরে নিজের চেনা ছন্দের ধারে কাছেও নেই ভারতের অন্যতম তারকা সিনিয়র বোলার ইশান্ত শর্মা। বেশ কয়েকটি ম্যাচে তিনি উইকেট পাননি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও ইশান্ত যদি ব্যর্থ হয় তাহলে ভারতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যেতে চলেছে।

অপরদিকে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাট হাতে চূড়ান্ত অফফর্মে রয়েছেন চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কা রাহানে। ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রাহানেকে। আর দু একটা ম্যাচে তিনি যদি খারাপ খেলেন তাহলে দল থেকে বাদ পড়া আসন্ন।