Arijit

এই তিনটি কারণের জন্যই দিল্লি ক্যাপিটালসের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স

এবার আইপিএলের শুরুটা ভালো করলেও টানা পাঁচ ম্যাচ হেরে এই মুহূর্তে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। গতকাল দিল্লি ক্যাপিটালস এর কাছে চার উইকেটে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। এর ফলে কেকেআরের প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল।

   

কেকেআরের এই হারের পেছনে উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ:-

১) ব্যাটিং ব্যর্থতা, এইদিন ব্যাটিং বিপর্যয় ঘটে কেকেআর শিবিরে। মাত্র 3 জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছায়, এছাড়া আর কোন ব্যাটসম্যানই এইদিন রান করতে পারে নি।

২) পাওয়ার প্লেতে রান করতে না পারা। গত কয়েকটি ম্যাচের মতোই এই ম্যাচেও পাওয়ার প্লেতে রান করতে পারেনি কেকেআর। পাওয়ার প্লের 6 ওভারে মাত্র 39 রান করে কেকেআর। হারিয়ে ফেলে চারটি গুরুত্বপূর্ণ উইকেট।

৩) কম রান নিয়ে বোলিং করতে নেমে শুরুতে ডেভিড ওয়ার্নারের 26 বলে 42 রান এবং পরে রোভম্যান পাওয়েলের 16 বলে অপরাজিত 33 রানের ইনিংস হারিয়ে দেয় কলকাতাকে।