টিআরপি লিস্টে নেই জায়গা, গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হচ্ছে জি বাংলার এই ৪ টি সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ আগে বাংলা সিরিয়ালগুলো(Bengali Serial) বছরের পর বছর চলত। একটা সিরিয়াল শুরু হওয়ার পর সেটি শেষ হতে কমপক্ষে তিন থেকে চার বছর লেগেই যেত। তখন কিন্তু এই টিআরপির(TRP) এত বাড়বাড়ন্ত ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালগুলোর ক্ষেত্রে টিআরপি শেষ কথা। সিরিয়ালের গল্প শেষ হলো কি হলো না তা দেখার দরকার পড়ছে না নির্মাতাদের। টিআরপি কম থাকলে সেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ।

স্টার জলসা(Star Jalsa) এবং জি বাংলা(Zee Bangla) উভয় ক্ষেত্রেই একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। সিরিয়াল শুরু হতে না হতে টিআরপিতে কত নাম্বার পেল আদৌ স্থান পেল কিনা সেটি মূল লক্ষ্য হয়ে উঠেছে। এই মুহূর্তে জি বাংলাতে চারটি সিরিয়াল নড়বড়ে অবস্থায় রয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২ মাসের মধ্যে নাকি এই সিরিয়ালগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নির্মাতারা। যদিও এই নিয়ে নির্মাতারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। কিন্তু এই খবর শুনে মন খারাপ হয়েছে দর্শকদের।

কোন কোন সিরিয়াল রয়েছে বন্ধের তালিকায়-

প্রথমেই রয়েছে গৌরী এলো(Gouri Elo)- জি বাংলার একসময়ের টপার সিরিয়াল ছিল এই গৌরী এলো(Gouri Elo)। টিআরপি তালিকায় বরাবরই দুর্দান্ত রেজাল্ট ছিল এটির। আবার ‘ফুলকি’কে জায়গা দিতে গিয়ে গৌরী এলোর টিআরপি ব্যাপকভাবে কমে গিয়েছে। এখন আর সেরা দশের মধ্যে নেই এই ধারাবহিক।

Gouri Elo:

দুই নম্বরে রয়েছে খেলনা বাড়ি(Khelna Bari)- এটিও টিআরপি তালিকায় একসময় দুর্দান্ত রেজাল্ট করতো। কোন কোন সপ্তাহে সেরা তিনের মধ্যেও জায়গা ছিল ‘খেলনা বাড়ি’র। এই সিরিয়াল কেউ কিছুদিন আগে স্লট বদলানো হয়েছে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বন্ধ হয়ে যাবে মিতুল-ইন্দ্রের কাহিনী।

Khelna Bari

তিন নম্বরে রয়েছে ইচ্ছেপুতুল(Iccheputul) – এই সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকাতে ভালো রেজাল্ট করতে পারেনি। সেরা দশের মধ্যে জায়গা হয়নি এই ধারাবাহিকের। স্টার জলসার অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে গিয়ে শেষ পর্যন্ত বন্ধের মুখে এটি। যদিও বেশ কয়েক মাস কেটে গেলে এখনো পর্যন্ত এই সিরিয়াল বন্ধ করেননি নির্মাতারা। তবে আগামী দুমাসের মধ্যে এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

iccheputul serial new twist coming soon

চার নম্বরে রয়েছে মুকুট(Mukut) – এই সিরিয়ালও টিআরপি তালিকাতে নিজের জায়গা কোনোদিন করতে পারেনি। প্রত্যেক সপ্তাহতেই খুব খারাপ নম্বর জোটে, এই সিরিয়ালের কপালে। খুব শীঘ্রই যে এটি বন্ধ হয়ে যাবে এমন আশা করছেন দর্শক থেকে নির্মাতারা সকলেই।

Avatar

Papiya Paul

X