Tele Serial

Moumita

বড়পর্দায় ফ্লপ, ছোটপর্দায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন এই ৫ জনপ্রিয় অভিনেতা

সফর শুরু হয়েছিল বড়পর্দা দিয়েই। সেলুলয়েডে ‘নায়ক’ হওয়ার স্বপ্ন নিয়েই টালিগঞ্জে পা রেখেছিলেন কিছু অভিনেতা (Tollywood Actor)। তবে বক্স অফিস তাদের খালি হাতেই ফিরিয়ে দেয়। তথাকথিত নায়ক হওয়ার প্রতিযোগিতায় তাল মেলানোর চেষ্টা করেও পিছিয়ে পড়ছিলেন এই তারকারা। আর সেই কারণেই বিকল্প’ হিসাবে বেছে নিয়েছেন সিরিয়াল (Bengali Serial) বা ওয়েব সিরিজ় (Web Series)। বর্তমানে বাঙালির জলসাঘরে তাদের অবাধ বিচরণ।

   

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : গৌরব চ্যাটার্জির সঙ্গে বাঙালির পরিচয় আজকের নয়। দাদু উত্তমকুমারের পরিচয় তার রক্তে। ২০০৬ সালে তরুণ মজুমদারের ‘ভালবাসার অনেক নাম’ ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছিলেন এই অভিনেতা। পরে আরো বেশকিছু ছবিতে অভিনয় করলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তবে পরে ছোটপর্দায় চুটিয়ে কাজ শুরু করেন গৌরব।

প্রতিক সেন (Pratik Sen) : ২০০৮ সালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক হিসেবে টালিগঞ্জে আগমন হয়েছিল প্রতীকের। ‘চল কুন্তল’, ‘আমার বডিগার্ড’, ‘পাসপোর্ট’ এরকম বেশ কয়েকটি ছবিতে দেখা গেছিল তাকে। তবে তথাকথিত সাফল্য তিনি দেখতে পাননি। এমতাবস্থায় সিরিয়ালের সুযোগ এলে সেটাকেই লুফে নেন প্রতিক। এখন ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়কদের অন্যতম প্রতীক।

আদৃত রায় (Adrit Roy) : আদৃত আর নীল নীতিন মুকেশের মধ্যে অনেকটাই মিল খুঁজে পান অনুরাগীরা। আসলে এই বলিউড অভিনেতার বাবা ছিলেন একজন ‘প্লেব্যাক সিঙ্গার’। তবে তিনি নিজে সেভাবে সাফল্যের মুখ দেখেননি। এদিকে পরিচালক রাজ চক্রবর্তী সম্পর্কে আদৃতর দাদা হলেও অভিনেতা বড়পর্দায় বিশেষ পরিচিতি তৈরি করতে পারেননি। রাজের হাত ধরে নুরজাহান ছবিতে আত্মপ্রকাশ করলেও পরিচিতি এনে দেয় ছোটপর্দার ‘সিদ্ধার্থ’।

জয় মুখার্জি (Joy Mukherjee) : অভিনেতার ডেবিউ ছবি ‘টার্গেট বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও থেমে থাকেননি তিনি। সেই সময় অনেকেই মনে করেছিলেন যে, দেবের পর তিনিই একমাত্র যাকে সুপারস্টার বলা যাবে। তবে সেরকম কিছু ঘটেনি। মাঝে জল অনেকদূর গড়ানোর পর ‘চোখের তারা তুই’ সিরিয়াল দিয়ে ছোটপর্দায় কামব্যাক করেন তিনি। এরপর ‘জিয়ন কাঠি’র শুটিং-এ ঐন্দ্রিলার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লে তাকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়।

সোমরাজ মাইতি (Somraj Maity) : মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে সোমরাজ। বড়পর্দার নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশের মোটা মাইনের চাকরি চেয়েছিলেন তিনি। যদিও সেই স্বপ্ন সফল হয়নি। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কিছু টেলিফিল্মে কাজ করার পর বড়পর্দায় অভিনয়ের সুযোগ আসে। যদিও সেরকম ছাপ ফেলতে পারেননি তিনি। এবং অবশেষে পা রাখেন ছোটপর্দায়।