Arijit

ভারতের এই পাঁচ সুপারস্টার বিজয় হাজারে ট্রফিতে চূড়ান্ত ফ্লপ, দেখুন তাদের তালিকা

এবারের বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ব্যাটে- বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তেমনই অপরদিকে ভারতীয় ক্রিকেটের পাঁচ জন তারকা ক্রিকেটার রয়েছেন যারা এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট এবং বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।

   

শিখর ধাওয়ান: এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন শিখর ধাওয়ান। পাঁচটি ম্যাচ খেলে মাত্র 56 রান করেছেন ধাওয়ান, গড় 11.20। ধাওয়ানের পাঁচটি ইনিংস যথাক্রমে 00, 12, 14, 18 ও 12 রান।

সূর্য কুমার যাদব: মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে নেমে বিজয় হাজারে ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সূর্য কুমার যাদব। 4 টি ম্যাচে 18.75 গড়ে মাত্র 75 রান করেছেন সূর্য কুমার যাদব। সূর্যকুমারের পাঁচটি ইনিংস যথাক্রমে 18, 8, 49 ও 4 রান।

সঞ্জু স্যামসন: এই সঞ্জু স্যামসনকে ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে ধরা হলেও এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। 5 টি ম্যাচ খেলে মাত্র 117 রান করেছেন সঞ্জু স্যামসন। পাঁচটি ইনিংস যথাক্রমে 24, 18, 42, 0 ও 33 রান।

শিবম দুবে: এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। 4 ম্যাচের 3 টি ইনিংস খেলে মাত্র 39 রান করেছেন শিবম দুবে।

সিদ্ধার্থ কউল: বল হাতে এবারের বিজয় হাজারে ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন পাঞ্জাবের এই তরুণ বোলার। পাঞ্জাবের হয়ে বল হাতে চার ম্যাচে 35 ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।