Papiya Paul

নবমীতেই বিদায়! পুজোতে বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল, মাথায় হাত ভক্তদের

নিউজশর্ট ডেস্কঃ বাংলা বিনোদন চ্যানেলগুলোতে এখন একটার পর একটা নতুন সিরিয়াল(Bangla Serial) আসছে। আর নতুন সিরিয়াল আসা মানেই পুরনো সিরিয়ালের বিদায়। নতুনদের জায়গা দিতে গিয়ে পুরোনো সিরিয়ালকে তার জায়গা ছাড়তে হচ্ছে। যে সিরিয়ালের টিআরপি(TRP) কম সেই সিরিয়াল বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এখন টিআরপি হল বাংলা সিরিয়ালের শেষ কথা।

   

ঠিক যেমন এবার খবর মিলেছে আগামী ২৩ অক্টোবর শেষ হতে চলেছে জি বাংলার আরেকটি জনপ্রিয় মেগা সিরিয়াল। কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছে জি বাংলার ‘খেলনা বাড়ি’, ‘ইচ্ছেপুতুল’ এবং ‘গৌরী এলো’ সিরিয়াল শেষ হতে চলেছে। তবে আর একবার এই সিরিয়ালগুলো টাইম স্লটের পরিবর্তন করা হয়েছে। ইচ্ছে পুতুল সিরিয়ালকে সাড়ে নটার পরিবর্তে সন্ধ্যে ৬ টায় দেখানো হবে আর বাকি দুটো সিরিয়ালকে রাতের স্লটে নিয়ে যাওয়া হয়েছে।

এখন কোন সিরিয়াল বন্ধ করা হবে? আদৌ বন্ধ হবে কিনা তা নিয়ে এখনো কোনো সঠিক খবর পাওয়া যায়নি। কেউ যেমন বলেছে ইচ্ছেপুতুল শেষ হবে, কেউ আবার গৌরী এলো শেষ হবার পক্ষে রায় দিয়েছিল। তবে এরবার শোনা যাচ্ছে, ইচ্ছেপুতুল সিরিয়াল এত তাড়াতাড়ি বন্ধ হচ্ছে না। অনুরাগের ছোঁয়ার বিপরীতে ভালো টিআরপি আজ অব্দি কোন সিরিয়াল দিতে পারেনি তাই চ্যানেল এত তাড়াতাড়ি এই সিরিয়ালটি বন্ধ করবে বলে মনে হচ্ছে না দর্শকদের।

এবার প্রশ্ন হল তাহলে বন্ধ হচ্ছে কোন সিরিয়াল? সেই উত্তর এখনো পাওয়া যায়নি। তবে জি বাংলা কোনো একটা সিরিয়াল ২৩ অক্টোবর বন্ধ হবে বলে কনফার্ম করেছে একটি ফ্যান পেজ। সম্প্রতি টেলি আড্ডা নামক একটি ফ্যান পেজ থেকে বলা হয়েছে যে আগামী ২৩শে সেপ্টেম্বর শেষ হতে চলেছে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। তার পরবর্তীকালে আসছে সেই প্রোডাকশনের নতুন একটি ধারাবাহিক। যেখানে সকলের খুব প্রিয় মুখ ফিরবে বলেও জানানো হয়েছে। তবে প্রোডাকশন হাউজের প্রাইভেসির জন্য সিরিয়ালের নাম প্রকাশ্যে আনছেন না বলেও সেই ফ্যান পেজ জানিয়েছে।